Tata Electric Cars: আগামী দু'বছরে দেশে এই চার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে টাটা

২০২৬ সাল নাগাদ টাটা মোটরস (Tata Motors)-এর ঝুলিতে থাকবে দশটি ইলেকট্রিক গাড়ি। বর্তমানে যেটা মাত্র দুই। আবার আগামী দু'বছরে...
SUMAN 19 April 2022 1:38 PM IST

২০২৬ সাল নাগাদ টাটা মোটরস (Tata Motors)-এর ঝুলিতে থাকবে দশটি ইলেকট্রিক গাড়ি। বর্তমানে যেটা মাত্র দুই। আবার আগামী দু'বছরে তিন-চারটি নতুন ব্যাটারিচালিত গাড়ি লঞ্চ করবে বলে জানিয়েছে তারা। সামনের বছরে জ্বালানি চালিত গাড়ির উপরে ভিত্তি করে দু'টি নতুন বৈদ্যুতিক মডেল নিয়ে আসতে চলেছে টাটা। ২০২৪-সালের মধ্যে লঞ্চ হতে টাটার সেই চার বিদ্যুৎচালিত গাড়ি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা রইল।

2022 টাটা নেক্সন ইভি (2022 Tata Nexon EV)

নেক্সন ইভিকে আরও বেশি ক্ষমতার ব্যাটারির সাথে হাজির করতে চলেছে টাটা। তবে বর্তমানে ৩০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ বাজার চলতি মডেলটিও উপলব্ধ থাকবে। আপকামিং মডেলে ৪০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া বলে খবর। আরটিও (RTO) থেকে ফাঁস হওয়া নথিতে দেখা গেছে নতুন মডেল থেকে ১৩৬ পিএস শক্তি পাওয়া যাবে, যা আগের চাইতে ৭ পিএস বেশি। ২০২২ মডেলটির রেঞ্জ হতে পারে ৪০০ কিলোমিটারের অধিক। তুলনাস্বরূপ, এগজিস্টিং নেক্সন ইভির রেঞ্জ ৩১২ কিমি বলে দাবি করা হলেও, বাস্তবে আরও কম। নয়া মডেলে উচ্চ ক্ষমতার ৬.৬ কিলোওয়াট এসি চার্জার দেওয়া হতে পারে।

টাটা অ্যাল্ট্রোজ ইভি (Tata Altroz EV)

২০২০ অটো এক্সপোতে অ্যাল্ট্রোজ ইভি গাড়িটির ঝলক দেখিয়েছিল টাটা মোটরস। আশা করা হচ্ছে চলতি অর্থবর্ষের মধ্যেই গাড়িটি বাজারে হাজির করবে টাটা। এটি জিপট্রন প্রযুক্তির IP-67 শংসাপত্র প্রাপ্ত লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং একটি পার্মানেন্ট ম্যাগনেট এসি মোটর সহ আসতে পারে। অ্যাল্ট্রোজ ইভি সম্পূর্ণ চার্জে ২৫০-৩০০ কিমি পথ অতিক্রম করতে পারবে বলে অনুমান।

টাটা পাঞ্চ ইভি (Tata Punch EV)

গত বছর লঞ্চ হওয়া সাব কম্প্যাক্ট এসইউভি পাঞ্চের বৈদ্যুতিক ভার্সন আনতে চলেছে টাটা মোটরস। ২০২৩-এ লঞ্চ করা হতে পারে এটি। গাড়িটি আবার সংস্থার সবচেয়ে সস্তা বৈদ্যুতিক মডেল হতে পারে। নেক্সন ইভি-র মতো এতেও জিপট্রন ইভি পাওয়াট্রেন টেকনোলজি ব্যবহার করবে টাটা। মাইক্রো এসইউভি গাড়িটিতে দেওয়া হতে পারে ৩০.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, যা ১২৯ বিএইচপি শক্তি উৎপাদনে সহায়তা করবে। পাঞ্চ ইভির রেঞ্জ হতে পারে ৩১২ কিমি।

টাটা কার্ভ ইভি (Tata Curvv EV)

চলতি মাসেই ফিউচারিস্টিক ডিজাইনের টাটা কার্ভ ইভি উন্মোচিত হয়েছে। ২০২৪ থেকে গাড়িটির উৎপাদন শুরু করতে পারে সংস্থাটি। তবে ব্যাটারিহ পাশাপাশি পেট্রল/ ডিজেল ভার্সনেও গাড়িটি অফার করা হবে। এটি টাটার Gen 2 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি।

Show Full Article
Next Story