Tata Motors এর হাতে ফের বড় অর্ডার, এবার ভূস্বর্গে 200 ইলেকট্রিক বাস সরবরাহের টেন্ডার জিতল

জম্মু ও কাশ্মীরে ২০০ ইলেকট্রিক বাস সরবরাহের বরাত পেল টাটা মোটরস (Tata Motors)। কেন্দ্রশাসিত অঞ্চলটি বিভিন্ন...
techgup 28 Oct 2022 3:12 PM IST

জম্মু ও কাশ্মীরে ২০০ ইলেকট্রিক বাস সরবরাহের বরাত পেল টাটা মোটরস (Tata Motors)। কেন্দ্রশাসিত অঞ্চলটি বিভিন্ন ইকো-সেন্সিটিভ জোনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়িয়ে পরিবেশ দূষণ কমানোর চেষ্টা করছে। আর সে লক্ষ্যেই এবার গণপরিবহনে বৈদ্যুতিক বাস অর্ন্তভুক্ত করে কালো ধোঁয়ার নিঃসরণ কমাতে উদ্যোগী হয়েছে প্রশাসন।

ভারতের অন্যতম বৃহত্তম প্যাসেঞ্জার এবং কমার্শিয়াল ভেহিকেল নির্মাতা টাটা মোটরস একটি বিবৃতিতে জানিয়েছে, তারা জন্মু স্মার্ট সিটি লিমিটেডের টেন্ডার জিতে সেখানে দুইশোটি ব্যাটারি চালিত বাস ডেলিভারি করবে। জম্মু ও শ্রীনগরের রাস্তায় চলবে বাসগুলি। দেড়শোটি ৯ মিটার স্টারবাস ইলেকট্রিক বাস এবং পঞ্চাশটি ১২ মিটার ই-বাস তৈরি করবে সংস্থা।

কর্তৃপক্ষের সাথে চুক্তি অনুযায়ী, প্রথম ১২ বছরের জন্য প্রতিটি বৈদ্যুতিক বাস পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে টাটা মোটরস। জম্মু ও কাশ্মীরের চিফ সেক্রেটারি অরুণ মেহতা এই প্রসঙ্গে বলেন, জম্মু এবং শ্রীনগরবাসীর গ্রিন মোবিলিটি অপশন প্রয়োজন। গণপরিবহন ক্ষেত্রে টাটা মোটরসের সাথে জোট বাঁধতে পেরে আমরা আনন্দিত। ইলেকট্রিক বাস শুধু যাতায়াতের মাধ্যম নয়, জম্মু ও কাশ্মীরকে ইকো-ফ্রেন্ডলি করে তুলতে সাহায্য করবে। "

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই চল্লিশটি বৈদ্যুতিক বাস চলাচল করছে। অন্যদিকে দেশজুড়ে বিভিন্ন শহরে সাতশোর বেশি ইলেকট্রিক বাস ডেলিভারি দিয়েছে টাটা মোটরস। এছাড়া, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেডের কাছ থেকে দিল্লি, পশ্চিমবঙ্গ, এবং বেঙ্গালুরুতে যথাক্রমে ১,৫০০টি, ১,১৮০টি, এবং ৯২১টি ই-বাস সরবরাহের অর্ডার জিতে নিয়েছে টাটা।

Show Full Article
Next Story