Maruti Brezza-কে পর্যদুস্ত করে সিংহাসন ছিনিয়ে নিল Tata Nexon, ফের SUV-র রাজা টাটার এই গাড়ি
এ বছর অক্টোবর জুড়ে চলেছে উৎসবের পালা। ফলত গাড়ি সংস্থাগুলির বেচাকেনায় ধনবর্ষার ঘটা ছিল প্রত্যক্ষ করার মতোই। গত মাসেও...এ বছর অক্টোবর জুড়ে চলেছে উৎসবের পালা। ফলত গাড়ি সংস্থাগুলির বেচাকেনায় ধনবর্ষার ঘটা ছিল প্রত্যক্ষ করার মতোই। গত মাসেও বিভিন্ন কোম্পানির হরেক এসইউভি (SUV) মডেলের মধ্যে দড়ি টানাটানি বেশ ভালোই চলতে দেখা গেল। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান বলছে আগের মাস অর্থাৎ অক্টোবরে ভারতে সর্বাধিক বিক্রিত বেশকিছু এসইউভি গাড়ি বিগত দিনের প্রতিপত্তি খুইয়েছে। আবার উল্টাদিকে কয়েকটি মডেল পুরনো খেতাব অর্জন করতে সক্ষম হয়েছে। আসুন দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া এসইউভি গাড়ির তালিকায় প্রথম দশে কারা জায়গা করে নিতে পারল, এক নজরে তা দেখে নেওয়া যাক।
Tata Nexon
বিগত ক’মাস Maruti Brezza-র নতুন প্রজন্মের মডেলটির সাথে Tata Nexon প্রতিযোগিতায় পেরে না উঠলেও, অবশেষে গত মাসে নিজের হারানো বেস্ট-সেলিংয়ের খেতাব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সাব কমপেক্ট এসইউভি গাড়িটি। গেল মাসে গাড়িটি মোট ১৩,৭৬৭ জন নতুন ক্রেতার হদিশ পেয়েছে টাটা মোটরস। আগের বছরের ওই সময়ের চাইতে এর বিক্রি ২০% বৃদ্ধি পেয়েছে। তবে এ বছর সেপ্টেম্বরে ১৪,৫১৮ ইউনিট মডেল বিক্রির তুলনায় গত মাসের বেচাকেনা হ্রাস পেয়েছে।
Hyundai Creta
হুন্ডাইয়ের ফ্ল্যাগশিপ এসইউভি Creta প্রথম পাঁচটি সেরা মডেলের মধ্যে জায়গা করে নিয়েছে। দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রেখেছে গাড়িটি। গত মাসে এটির মোট ১১,৮৮০ ইউনিট বিক্রিবাটা হয়েছে। তবে সেপ্টেম্বরে বেচাকেনার অঙ্ক ছিল ১২,৮৬৬ ইউনিট।
Tata Punch
বর্তমানে দেশের সর্বাধিক সুরক্ষিত এসইউভি গাড়ি হল Tata Punch। নিজের বেচাকেনা বাড়িয়ে এটি তালিকার তৃতীয় স্থান দখল করেছে। গত মাসে মোট ১০,৯৮২ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে সাব কম্প্যাক্ট এসইউভি মডেলটি। তবে সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল ১২,২৫১ ইউনিট।
Maruti Brezza
নতুন প্রজন্মের Brezza আগস্ট এবং সেপ্টেম্বরে বিক্রিতে ঝড় তুলেছিল। কিন্তু অক্টোবরের কমতি বেচাকেনা গাড়িটিকে তালিকার চতুর্থ স্থানটি দখল করতে সহায়তা করেছে। গত মাসে এর বিক্রিবাটার সংখ্যা ছিল ৯,৯৪১। সেপ্টেম্বরে যা ছিল ১৫,৪৪৫ ইউনিট। বিক্রিতে পতনের একটি কারণ হিসেবে দীর্ঘ ওয়েটিং পিরিয়ডকে দায়ী করা হয়েছে।
Kia Seltos
কিয়ার ফ্ল্যাগশিপ এসইউভি বেস্ট সেলিং মডেল হল Seltos। যার মূল প্রতিপক্ষ Creta। গত মাসে মোট ৯,৭৭৭ জন গ্রাহকের হাতে গাড়িটির চাবি তুলে দিয়েছে কিয়া। সেপ্টেম্বরে এর বেচাকেনার পরিমাণ ছিল ১১,০০০ ইউনিট।
Hyundai Venue
নতুন প্রজন্মের Venue বাজারে এনে Maruti Brezza-র প্রতিপক্ষ হিসেবে খাড়া করেছে হুন্ডাই। অক্টোবরে এর ৯,৫৮৫ ইউনিট বিক্রি করতে পেরেছে সংস্থা। তবে সেপ্টেম্বরে বেচাকেনার পরিমাণ ছিল ১১,০৩৩।
Mahindra Bolero
নতুন সংস্করণে হাজির না হলেও মাহিন্দ্রার বেস্ট সেলিং এসইউভি হচ্ছে Bolero। এর গ্র্যান্ড ওল্ড মডেলটি গত মাসে মোট ৮,৭৭২ জন ক্রেতা বেছে নিয়েছে। সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল ৮,১০৮ ইউনিট।
Maruti Grand Vitara
মারুতি সুজুকির সদ্য লঞ্চ হওয়া Grand Vitara তালিকার অষ্টম স্থান দখল করেছে। সেপ্টেম্বরে লঞ্চ হয়ে অক্টোবরে মোট ৮,০৫২ জন গ্রাহকের পছন্দের মডেল হয়ে উঠতে পেরেছে এটি। এর প্রতিপক্ষদের মধ্যে রয়েছে Creta ও Seltos।
Kia Sonet
কিয়ার দ্বিতীয় বেস্ট সেলিং মডেলটি হল Sonet। তবে বর্তমানে Nexon, Brezza, Venue-এর মতো প্রতিদ্বন্দ্বীদের চাইতে অনেকটাই পিছিয়ে পড়েছে গাড়িটি। গত মাসে এটি বিক্রি হয়েছে ৭,৬১৪ ইউনিট। আবার সেপ্টেম্বরে বেচাকেনার সংখ্যা ছিল ৯,২৯১।
Mahindra Scorpio
তালিকার সর্বশেষ স্থানে রয়েছে Mahindra Scorpio SUV। গত মাসে এটি মোট ৭,৪৩৮ ইউনিট বিক্রি হয়েছে। এর মধ্যে রয়েছে আবার Scorpio N-এর বেচাকেনাও। সেপ্টেম্বরে মোট ৯,৫৩৬ জন ক্রেতা গাড়িটি বেছে নিয়েছিল।