শেষ 1 বছরে বিক্রির নিরিখে দেশের সেরা SUV হল Tata Nexon, কত মানুষ কিনেছেন জানেন

ভারতের এসইউভি (SUV) গাড়ির বাজারে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব প্রদান করে আসছে টাটা মোটরস (Tata Motors)-এর বেস্ট সেলিং মডেল Nexon। ২০২২-২৩-এর সমগ্র অর্থবর্ষেও যার ধারা অব্যাহত…

ভারতের এসইউভি (SUV) গাড়ির বাজারে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব প্রদান করে আসছে টাটা মোটরস (Tata Motors)-এর বেস্ট সেলিং মডেল Nexon। ২০২২-২৩-এর সমগ্র অর্থবর্ষেও যার ধারা অব্যাহত থাকতে দেখা গেল। প্রতিপক্ষ সকল মডেলকে পেছনে ফেলে প্রতিযোগিতার দৌড়ে প্রথম স্থান অর্জন করল Tata Nexon। এদেশে গাড়িটির প্রতিপক্ষ Hyundai Creta, Maruti Brezza, Hyundai Venue এমনকি Kia Seltos-কেও ছাপিয়ে গিয়েছে এর বিক্রি।

Tata Nexon-এর বিক্রি সবাইকে ছাপিয়ে গেছে

পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষে টাটা নেক্সনের ১,৭২,১৩৮ ইউনিট বিক্রি হয়েছে। যেখানে Hyundai Creta, Maruti Brezza, Tata Punch ও Hyundai Venue বিক্রি হয়েছে যথাক্রমে ১,৫০,৩৭২ ইউনিট, ১,৪৫,৬৬৫ ইউনিট, ১,৩৩,৮১৯ ইউনিট ও ১,২০,৬৫৩ ইউনিট। ফলে দেখা যাচ্ছে, নেক্সন গাড়িটি প্রতি মাসে গড়পড়তায় প্রায় ১৪,৩০০ ইউনিট বেচাকেনা হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১-২২ এর তুলনায় গেল আর্থিকবর্ষে বিক্রিবাটা ৩৮% বেড়েছে।

বিক্রির নিরিখে প্রথম পাঁচ জনপ্রিয়তম এসইউভির স্থান

সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Hyundai Creta। ১,৫০,৩৭২ ইউনিট বেচাকেনার ফলে আগের আর্থিকবর্ষের তুলনায় চাহিদা ২৭.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে Maruti Suzuki Brezza-র বেচাকেনা ২৮.০৬% বাড়তে দেখা গেছে। বিক্রি বাড়ানোর ক্ষেত্রে সবার থেকে এগিয়ে Tata Punch যেটি আগের আর্থিকবর্ষের তুলনায় ১৫৩.৮% বেচাকেনা বাড়াতে পেরেছে। Hyundai Venue-এর ক্ষেত্রে এর শতকরা হার ১৪.৮%।

প্রসঙ্গত, টাটা মোটরস সম্প্রতি এদেশে ডার্ক এডিশনের নেক্সন (আইসিই ভার্সন) এবং নেক্সন ইলেকট্রিক লঞ্চ করেছে। আবার নেক্সন কম্প্যাক্ট এসইউভির আরও বেশি শক্তিশালী নতুন মডেলের টেস্টিং শুরু করেছে কোম্পানি। নতুন মডেলটির ডিজাইন এবং কেবিনে নতুনত্বের দেখা মিলেছে। এতে থাকছে একটি নতুন ১.২ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১২৫ পিএস শক্তি এবং ২২৫ এনএম টর্ক উৎপন্ন হবে।