কমবে গাড়ি চালানোর খরচ, এবার CNG এসইউভি এনে মারুতিকে টেক্কা দেবে টাটা

এই বছর লঞ্চের টার্গেট নিয়ে টাটা মোটরস (Tata Motors) একাধিক গাড়ির উপর কাজ করছে। ইতিমধ্যেই Harrier ও Safari এসইউভি’র ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে সংস্থা। এবার…

এই বছর লঞ্চের টার্গেট নিয়ে টাটা মোটরস (Tata Motors) একাধিক গাড়ির উপর কাজ করছে। ইতিমধ্যেই Harrier ও Safari এসইউভি’র ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে সংস্থা। এবার শোনা যাচ্ছে, Tata Nexon CNG শীঘ্রই বাজারে আসতে চলেছে। ইদানিং গাড়িটির একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। গত বছর অটো এক্সপো মোটর শো-তে প্রথম প্রদর্শিত হয়েছিল মডেলটি। আগামী কয়েক মাসের মধ্যেই Tata Nexon CNG বাজারে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

গ্লোবাল এনক্যাপ (GNCAP) থেকে ৫-স্টার রেটিং প্রাপ্ত Tata Nexon নিঃসন্দেহে ভারতের বেস্ট সেলিং সাব-৪ মিটার এসইউভি। ভারতে গাড়িটির অন্যতম প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hyundai Venue ও Maruti Suzuki Brezza। দ্বিতীয় মডেলটি ইতিমধ্যেই সিএনজি অবতারে বাজারে এসেছে। তবে সিএনজি SUV অপশন খুবই কম।

Tata Nexon CNG: আনুমানিক দাম

বর্তমানে Tata Nexon পেট্রোল, ডিজেল, ইলেকট্রিক অপশনে বেছে নেওয়া যায়। রয়েছে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন অপশন। যেমন ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, ৭-স্পিড DCA, ৬-স্পিড এএমটি এবং ৫-গতির এমটি। বর্তমানে এই গাড়ির আইসিই ভার্সনের দাম ৮.১৪ লাখ থেকে ১৫.৮০ লাখ টাকা (এক্স-শোরুম)। অনুমান, Tata Nexon CNG-র মূল্য ৯.৫০ লাখ থেকে ১০.৫০ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।

Tata Nexon CNG: সম্ভাব্য ফিচার্স, মাইলেজ

Tata Nexon CNG মডেলে ১.২ লিটার টার্বো পেট্রোল সিএনজি ইঞ্জিন থাকতে পারে। বাজার চলতি পেট্রোল ভার্সন থেকে ১১৮ এইচপি শক্তি এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। সিএনজি ভার্সনের আউটপুট এর তুলনায় সামান্য কম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এতে দেওয়া হতে পারে টুইন সিলিন্ডার সিএনজি ট্যাঙ্ক।

এছাড়া Tata Nexon CNG-তে ফিচার্সের তালিকায় দেখা মিলবে ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টাচস্ক্রিন সিস্টেম, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, টু স্পোক স্টিয়ারিং হুইলে ইলুমিনেটেড টাটা লোগো, এসি কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং সানরুফ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন