বিদেশী গাড়ির মতো লুকস, ফিচার্সও দুর্ধর্ষ, দাম বলার আগেই Tata-র নতুন গাড়ি নিয়ে হইচই
টাটা মোটরস (Tata Motors) তাদের বেস্ট সেলিং ইলেকট্রিক এসইউভি Nexon EV-এর ফেসলিফ্ট ভার্সন উন্মোচিত করেছে। আজ থেকে শুরু...টাটা মোটরস (Tata Motors) তাদের বেস্ট সেলিং ইলেকট্রিক এসইউভি Nexon EV-এর ফেসলিফ্ট ভার্সন উন্মোচিত করেছে। আজ থেকে শুরু হচ্ছে বুকিং। সেপ্টেম্বরের ১৪ তারিখ Nexon EV facelift-এর লঞ্চের দিনক্ষণ হিসেবে স্থির করেছে টাটা। আগের থেকে বৃদ্ধি পেয়েছে রেঞ্জ, যোগ হয়েছে নতুন কালার অপশন। আবার ফিচারেও এসেছে নতুনত্বের ছোঁয়া। চলুন টাটার ইলেকট্রিক ভেহিকেলটির সম্পর্কে পাঁচটি বিশেষ তথ্য জেনে নেওয়া যাক।
2023 Tata Nexon EV Facelift – ব্যাটারি প্যাক
Nexon EV facelift দুটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে – লং রেঞ্জ ও মিডিয়াম রেঞ্জ। এগুলি আবার তিনটি আলাদা কোর ট্রিমে ভাগ করা হয়েছে – Creative, Fearless ও টপ-স্পেক Empowered। মিডিয়াম রেঞ্জে অফার করা হয়েছে, একটি ৩০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ও একটি পার্মানেন্ট সিঙ্ক্রোনাস মোটর। যা থেকে ১২৮ বিএইচপি শক্তি এবং ২১৫ এনএম টর্ক উৎপন্ন হবে। আগের চাইতে রেঞ্জ ১২ কিলোমিটার বানানো হয়েছে। সম্পূর্ণ চার্জে তাই গাড়িটি ৩২৫ কিলোমিটার ছুটতে পারবে।
Nexon EV facelift-এর অন্য মডেলে উপস্থিত একটি পার্মানেন্ট সিঙ্ক্রোনাস মোটর এবং ৪০.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। এর মোটর থেকে ১৪৫ বিএইচপি শক্তি এবং ২১৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ফুল চার্জে এটি ৪৬৫ কিলোমিটার ছুটতে সক্ষম। একটি উল্লেখযোগ্য ফিচার হিসেবে এতে রয়েছে বাই ডিরেকশনাল চার্জিংয়ের সক্ষমতা। গাড়িটি অন্য ইলেকট্রিক ভেহিকেলকে চার্জ করতে ব্যবহার করা যাবে।
2023 Tata Nexon EV Facelift – ফিচার্স
টাটা মোটরস তাদের Nexon EV facelift অত্যাধুনিক ফিচার দ্বারা সজ্জিত করে হাজির করেছে। এতে রয়েছে টু-স্পোক স্টিয়ারিং হুইল এবং ফ্রি স্ট্যান্ডিং টাচস্ক্রিন, যা অ্যাপেল কার্ড প্লে এবং অ্যান্ড্রয়েড অটো প্রযুক্তি যুক্ত। সঙ্গে ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে আছে।
অন্যান্য ফিচারের তালিকায় আছে HVAC কন্ট্রোল, একটি ওয়্যারলেস ফোন চার্জার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ক্রুজ কন্ট্রোল এবং নতুন ৯ স্পিকার জেবিএল সাউন্ড সিস্টেম। অনন্য বৈশিষ্ট্য হিসেবে এতে রয়েছে Arcade.ev অ্যাপ শুট, যা ইনফোটেনমেন্ট স্ক্রিনে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম চালাতে সহায়তা করবে।
2023 Tata Nexon EV Facelift – চার্জিং
Tata Nexon EV facelift-এর মিড রেঞ্জ (MR) মডেলে ৩.৩ কিলোওয়াট এসি ওয়াল চার্জার অফার করা হচ্ছে। আবার ৭.২ কিলোওয়াট এসি চার্জার অপশনাল হিসেবে উপলব্ধ। ৭.২ কিলোওয়াট চার্জার দ্বারা ব্যাটারি ১০-১০০% চার্জ করতে ৪ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে। আবার লং রেঞ্জে (LR) ৭.২ কিলোওয়াট এসি ওয়াল চার্জার অফার করা হচ্ছে। যা ৪০.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ১০-১০০% চার্জ ৬ ঘন্টায় করে দেবে। দুটি গাড়িই ৫০ কিলোওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। ফলে ১০-৮০% চার্জ ৫৬ মিনিটে হয়ে যাবে বলে জানিয়েছে টাটা।
2023 Tata Nexon EV Facelift – সেফটি
সুরক্ষার প্রসঙ্গে বললে Tata Nexon EV facelift-তে বর্তমান ছয়টি এয়ারব্যাগ, এবিএস, ইএসসি, ফ্রন্ট পার্কিং সেন্সর, ব্লাইন্ড ভিউ মনিটর, ISOFIX অ্যাঙ্কর, হিল ডিসেন্ট এবং অ্যাক্সেন্ট কন্ট্রোল, অল হুইল ডিস্ক ব্রেক, প্যানিক ব্রেক অ্যালার্ট, ইমারজেন্সি এবং ব্রেক ডাউন কল অ্যাসিস্ট। এছাড়াও রয়েছে তিনটি রি-জেনারেলটিভ ব্রেকিং মোড, অটো সেন্সিং ওয়াইপার, অটো হেডল্যাম্প, অটো হোল্ড এবং ৩৬০ ডিগ্রী ক্যামেরা।
2023 Tata Nexon EV Facelift – দাম ও প্রতিপক্ষ
Tata Nexon EV facelift-এর দাম ১৪.৪৯ লক্ষ থেকে ১৯.৫৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলে অনুমান। ভারতের বাজারে গাড়িটির একমাত্র প্রতিপক্ষ হিসেবে রয়েছে Mahindra XUV400।