ফের ক্র্যাশ টেস্টে সেরা টাটাদের গাড়ি, 5-স্টার সেফটি রেটিং পেয়ে কাঁপাল Nexon SUV
Tata Nexon facelift লঞ্চের পর থেকেই ভারতের এসইউভি (SUV) গাড়ির দুনিয়ায় নতুনভাবে উন্মাদনা জাগিয়েছে। যা গাড়িটিকে আরও...Tata Nexon facelift লঞ্চের পর থেকেই ভারতের এসইউভি (SUV) গাড়ির দুনিয়ায় নতুনভাবে উন্মাদনা জাগিয়েছে। যা গাড়িটিকে আরও একবার বেস্ট-সেলিং এসইউভি মডেলের তকমা পেতে সাহায্য করেছিল। এবারে মডেলটি সুরক্ষিত গাড়ি হিসেবে বিশ্বের দরবারে নিজেকে প্রমাণ করল। গ্লোবাল এনক্যাপের ক্র্যাশ টেস্টে ৫-স্টার রেটিং জিতে নিয়েছে এই সাব-ফোর মিটার কম্প্যাক্ট এসইউভি মডেলটি।
Tata Nexon facelift পেল ৫-স্টার রেটিং
Tata Nexon facelift প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ৩৪ পয়েন্টের মধ্যে ৩২.২২ এবং শিশু যাত্রীদের ক্ষেত্রে ৪৯-এর মধ্যে ৪৪.৫২ পেয়ে ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। জানিয়ে রাখি ২০১৮-তে নেক্সনের ফাস্ট জেনারেশন মডেলটি প্রথম ভারতীয় গাড়ি হিসেবে জিএনক্যাপ থেকে ফাইভ-স্টার রেটিং জিতে নিয়েছিল। প্রথম থেকেই এতে ছিল সাইড ইম্প্যাক্ট প্রোটেকশন ডোর।
চালক ও যাত্রীদের মাথা ও ঘাড়ের সুরক্ষা প্রদানেও Nexon facelift ভালো ফল করেছে। আবার চালক যাত্রীদের বুক ও পায়ের জন্যও গাড়িটি যথেষ্ট সুরক্ষিত। সামনে অথবা পাশের বড় অভিঘাত সহ্য করতে সক্ষম এটি। গ্লোবাল এনক্যাপ-এ পাঠানো নেক্সন এর মডেলটিতে ছিল ইএসসি এবং সিট বেল্ট রিমাইন্ডার।
গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে Tata Nexon facelift-এ উপস্থিত ছয়টি এয়ার ব্যাগ, একটি ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ISOFIX মাউন্ট, রিয়ার পার্কিং সেন্সর, টিল্ট ও কোলাপ্সিবল স্টিয়ারিং, সেন্ট্রাল লকিং এবং হিল হোল্ড কন্ট্রোল। এই প্রসঙ্গে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস-এর মুখ্য পণ্য আধিকারিক মোহন সাভারকার বলেন, “দেশের প্রথম গাড়ি হিসেবে এটি GNCAP থেকে ফাইভ-স্টার রেটিং অর্জন করেছিল। এরপর থেকে আমাদের প্রতিটি গাড়ি ৫-স্টার পেয়ে চলেছে।”