জুলাই মাসেও SUV গাড়ির বাজারে Tata-র দাদাগিরি অব্যাহত, কম যাচ্ছে না Hyundai-ও

বেশি সুরক্ষা, আরাম ও বড় কেবিনের কারণে সমগ্র বিশ্বের পাশাপাশি ভারতেও এসইউভি (SUV) গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। সংশ্লিষ্ট...
SUMAN 3 Aug 2022 6:33 PM IST

বেশি সুরক্ষা, আরাম ও বড় কেবিনের কারণে সমগ্র বিশ্বের পাশাপাশি ভারতেও এসইউভি (SUV) গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। সংশ্লিষ্ট সেগমেন্টে এদেশে কোরিয়ার সংস্থা হুন্ডাই (Hyundai)-এর বেশ সুখ্যাতি রয়েছে। আবার জুলাইয়ে এসইউভি গাড়ি বিক্রির পরিসংখ্যান অনুযায়ী ইন্দো-জাপানি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)-র গাড়ি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। তবে এক্ষেত্রে ‘বাঘের বাচ্চা’ হল Tata Nexon। বরাবরের মতো সর্বাধিক বিক্রিত এসইউভি এটি। চলুন গত মাসে এদেশে সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির মধ্যে প্রথম পাঁচে কোনগুলি রয়েছে, তা দেখে নেওয়া যাক।

Tata Nexon

বর্তমানে দেশের জনপ্রিয়তম এসইউভি গাড়ি হল Tata Nexon। গত মাসে ১৪,২১৪টি মডেল বিক্রির ফলে দেশে এসইউভি সেগমেন্টে অগ্রণী ভূমিকা বজায় রাখল গাড়িটি। গত বছরের ওই সময়ের চেয়ে বিক্রি বেড়েছে ৩৮ শতাংশ। তবে জুনের চেয়ে জুলাইয়ে সামান্য বিক্রি কমতে দেখা গিয়েছে। জুনে ১৪,২৯৫ নতুন ক্রেতার হদিস পেয়েছিল গাড়িটি। আবার Nexon-এর ইলেকট্রিক ভার্সন Nexon EV-ও কোনো অংশে পেট্রোল মডেলের চাইতে কমতি যায় না। এখন বৈদ্যুতিক গাড়ি বাজারে প্রতিপক্ষদের হেলায় পেছনে ঠেলে সর্বোচ্চ স্থানে রয়েছে Tata Nexon EV।

Hyundai Creta

হুন্ডাইয়ের ফ্ল্যাগশিপ গাড়ি Creta তালিকার দুই নম্বর জায়গা দখল করেছে। গত মাসে সংস্থা তাদের এই বেস্ট সেলিং গাড়ির ১২,৬২৫ ইউনিট বেচেছে। তুলনাস্বরূপ, ২০২১ এর জুলাইয়ে Hyundai Creta বিক্রি হয়েছিল ১৩,০০০ ইউনিট।

Hyundai Venue

তালিকার তৃতীয় স্থানে হুন্ডাইয়ের পরবর্তী গাড়িটি হল Venue। জুলাইয়ে গাড়িটির বিক্রি ছিল সন্তোষজনক। গত মাসে ১২,০০০ গ্রাহক Hyundai Venue বাড়ি নিয়ে এসেছেন। জুনে এর বিক্রিবাটা হয়েছিল মাত্র ১০,৩২১ ইউনিট। আবার গত বছর জুলাই এর তুলনায় এবারের বিক্রিতে ৪৭% আধিক্য ঘটেছে।

Tata Punch

বর্তমানে ভারতের সর্বাধিক সুরক্ষিত গাড়ি হল Tata Punch। গগত মাসে ১১,০০৭টি Punch বিক্রি করতে সমর্থ হয়েছে টাটা। সম্প্রতি প্রতিপক্ষ মডেল হিসেবে Citreon C3 লঞ্চ হওয়া সত্ত্বেও এর বিক্রিতে কোনো প্রভাব পড়েনি। আবার গত জুনে মোট ১০,৪১৪ ক্রেতার হাতে Punch-এর চাবি তুলে দিয়েছিল টাটা। ফলে বিক্রির রেখচিত্রটি ক্রমশই ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে।

Maruti Brezza

সদ্য নয়া সংস্করণে বাজারে পা রেখেছে সাব কমপ্যাক্ট এসইউভি Maruti Brezza। তবে এর পুরনো প্রজন্মের মডেল Vitara Brezza গত মাসে ৯,৭০৯টি বিক্রি হয়েছে। যদিও আগের বছর ওই সময়ে বিক্রি হয়েছিল ১২,০০টা। গাড়িটির ৭৫,০০০-এর বেশি বুকিং থাকায় আগামীতে বিক্রি আরও বাড়বে বলেই আশা করছে সংস্থা।

Show Full Article
Next Story