Tata Nexon এর বিক্রি ছাড়াল সাড়ে 3 লাখ, আনন্দে 62 তম ভ্যারিয়েন্ট লঞ্চ করল সংস্থা
দেশের সর্বাধিক বিক্রিত সাব কম্প্যাক্ট এসইউভি Tata Nexon পরিবারে নতুন সদস্যের আগমন ঘটলো। বিক্রি সাড়ে তিন লাখ পেরেনোর...দেশের সর্বাধিক বিক্রিত সাব কম্প্যাক্ট এসইউভি Tata Nexon পরিবারে নতুন সদস্যের আগমন ঘটলো। বিক্রি সাড়ে তিন লাখ পেরেনোর খুশিতে Nexon-এর নতুন XM+(S) ভ্যারিয়েন্ট লঞ্চ করল টাটা মোটরস (Tata Motors)। স্ট্যান্ডার্ড XM(S) মডেলের তুলনায় যার দাম ৫৫,০০০ টাকা বেশি। টপ মডেল XZ+ -এর বেশকিছু ফিচার সহ হাজির হয়েছে Tata Nexon XM+(S)। পেট্রোল এবং ডিজেল উভয়ের ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যাবে এটি।
নেক্সনের নয়া ট্রিম চারটি ভিন্ন রঙে এসেছে – ক্যালগেরি হোয়াইট, ডেটোনা গ্রে, ফ্লেম রেড এবং ফোলিয়েজ গ্রীন। উল্লেখযোগ্য ফিচারের তালিকায় Tata Nexon XM+(S)-এ উপস্থিত ৭.০ ইঞ্চি টাচস্ক্রিনমেন্ট সিস্টেম। যা কেবল এর টপ স্পেক মডেল XZ+ -এ রয়েছে। এতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে ফাংশনালিটি। এর সাথে সংযুক্ত Harman চালিত ৪-স্পিকার সিস্টেম। যেখানে প্রিমিয়াম মডেলে ৮-স্পিকার বর্তমান।
অন্যান্য ফিচারের মধ্যে নতুন ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে রিয়ার এয়ার কন্ট ভেন্ট, একটি ১২ ভোল্ট রিয়ার চার্জিং আউটলেট এবং কুল্ড গ্লোভ বক্স। আবার সানরুফ, অটো হেডল্যাম্প এবং রেইন সেন্সিং ওয়াইপার ফিচারগুলিরও দেখা মিলবে। যা এর স্ট্যান্ডার্ড মডেলেও রয়েছে। নতুন XM+(S) ভ্যারিয়েন্টটি ১.২ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনে বেছে নেওয়া যাবে। এদের আউটপুট যথাক্রমে ১১৮ বিএইচপি এবং ১০৮ বিএইচপি।
এর পেট্রোল ম্যানুয়াল ভার্সনের দাম ৯.৭৫ লক্ষ টাকা। এবং অটোমেটিক মডেলটির মূল্য ১০.৪০ লক্ষ টাকা। অন্য দিকে, ডিজেল ইঞ্জিন ম্যানুয়াল ও অটোমেটিক মডেলটির দাম যথাক্রমে ১১.০৫ লক্ষ টাকা এবং ১১.৭০ লক্ষ টাকা। উল্লেখিত দামগুলি এক্স-শোরুমের। নতুন মডেল লঞ্চের পর নেক্সন-এর ভ্যারিয়েন্টের সংখ্যা বেড়ে হল ৬২। যার মধ্যে ৩৩টি পেট্রোল এবং ২৯টি ডিজেল।
বাজারে Tata Nexon-এর প্রতিদ্বন্দ্বী মডেলগুলি হল Maruti Suzuki Brezza, Toyota Urban Cruiser, Hyundai Venue, Kia Sonet, Mahindra XUV300, Renault Kiger ও Nissan Magnite। উল্লেখ্য, এখনো পর্যন্ত দেশে ৩,৫০,০০০-র বেশি Nexon বিক্রি করেছে টাটা। গত মাসে বিক্রি হয়েছে ১৪,২৯৫টি।