মে মাসে মোটা টাকা ছাড়ে কিনে ফেলুন Tata Motors এর গাড়ি, কত ডিসকাউন্ট দেখে নিন

২৫ বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের আগে টাটা মোটরস (Tata Motors) তাদের কয়েকটি বাছাই করা গাড়িতে লোভনীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল। মে মাস জুড়ে…

২৫ বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের আগে টাটা মোটরস (Tata Motors) তাদের কয়েকটি বাছাই করা গাড়িতে লোভনীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল। মে মাস জুড়ে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। Tata Tiago, Tigor, Altroz, Harrier ও Safari – এই পাঁচটি গাড়িতে পাওয়া যাচ্ছে কনজিউমার স্কিম বেনিফিট, এক্সচেঞ্জ বোনাস অথবা কর্পোরেট বেনিফিট। যদিও ডিসকাউন্টের তালিকায় অনুপস্থিত Tata Punch, Nexon এবং বৈদ্যুতিক মডেলগুলি। এখানে জানিয়ে রাখি, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ আলাদা হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুমে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

Tata Harrier ও Safari

Tata Harrier ও Safari-তে তালিকার সর্বাধিক বেনিফিট পাওয়া যাচ্ছে। যার পরিমাণ ৩৫,০০০ টাকা। এর মধ্যে আছে ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট, ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। এই অফার গাড়িটির সমস্ত ভ্যারিয়েন্টেই মিলছে। উভয় এসইউভি-তে কনজিউমার বেনিফিট স্কিম উপলব্ধ নেই।

Safari-তে রয়েছে একটি ২.০ লিটার ডিজেল ইঞ্জিন। যা থেকে ১৭০ এইচপি শক্তি উৎপন্ন হয়। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Hyundai Alcazar, MG Hector Plus ও Mahindra XUV700। Harrier ও Safari একই ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। এটিও MG Hector Plus ও Mahindra XUV700-এর সাথে টক্কর নেয়। Safari-র বর্তমান বাজার মূল্য ১৫.৬৫-২৫.০২ লক্ষ টাকা। যেখানে Harrier-এর মডেল অনুযায়ী দাম ১৫-২৪.০৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Tata Tigor

চলতি মাসে Tata Tigor গাড়িটি সর্বোচ্চ ৩৩,০০০ টাকা ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। টাটা এর পেট্রোল-এএমটি এবং সিএনজি ভ্যারিয়েন্টে ১৫,০০০ টাকার কনজিউমার স্কিম বেনিফিট, এক্সচেঞ্জ ডিসকাউন্ট বাবদ ১০,০০০ টাকা ছাড় দিচ্ছে। যেখানে পেট্রোল এমটি ভ্যারিয়েন্টে কনজিউমার স্কিম বেনিফিট বাবদ দেওয়া হচ্ছে ২০,০০০ টাকার ছাড়। এই ভ্যারিয়েন্টের টাটা দিচ্ছে ৩০,০০০ টাকার ডিসকাউন্ট। কেবলমাত্র গাড়িটির পেট্রোল ভার্সনে অতিরিক্ত ৩,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট মিলছে।

Tigor গাড়িটি বর্তমানে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনসহ অফার করা হয়। যা থেকে ৮৬ এইচপি শক্তি উৎপন্ন হয়। এতে উপলব্ধ ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি গিয়ারবক্স। বাজারে গাড়িটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Honda Amaze, Maruti Suzuki Dzire এবং Hyundai Aura। গাড়িটির বর্তমান বাজার মূল্য ৬.৩০-৮.৯০ লক্ষ টাকা।

Tata Tiago

এন্ট্রি লেভেল হাজব্যাক গাড়ি Tiago-তে সর্বোচ্চ ৩০,০০০ টাকার বেনিফিট ঘোষণা করেছে টাটা। এর মধ্যে রয়েছে কনজিউমার স্কিম বেনিফিট বাবদ ১৫,০০০ টাকা এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট বাবদ ১০,০০০ টাকা। XT, XY Rhythm, NRG ম্যানুয়াল এবং XZ+ পেট্রোল ভ্যারিয়েন্টে কনজিউমার বেনিফিটের পরিমাণ ২০,০০০ টাকা। সিএনজি ভ্যারিয়েন্টে এর পরিমাণ ১০,০০০ টাকা। রয়েছে অতিরিক্ত ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

Tata Altroz

Tata Altroz হ্যাচব্যাক গাড়িটি বর্তমানে ২৮,০০০ টাকার সর্বোচ্চ ডিসকাউন্টে কেনা যাচ্ছে। এর সমস্ত পেট্রোল ডিসিটি এবং ডিজেল ভ্যারিয়েন্টে ২৫,০০০ টাকার বেনিফিট মিলছে। যার মধ্যে রয়েছে ১৫,০০০ টাকার কনজিউমার বেনিফিট স্কিম এবং ১০,০০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট। যেখানে পেট্রল-এমটি ভ্যারিয়েন্টে উপলব্ধ কনজিউমার বেনিফিট স্কিম বাবদ ১০,০০০ টাকা।