Tata Motors এর নতুন উদ্যোগ, সৌরশক্তি থেকে আসবে বিদ্যুৎ, 10 লক্ষ টন কার্বন নিঃসরণ কমবে
সোলার পাওয়ার বা সূর্যালোক থেকে উৎপন্ন তড়িৎশক্তিকে কাজে লাগাতে তৎপর ভারতের বহু সংস্থা। এটি তৈরি হতে কয়লা বা অন্য কোনো...সোলার পাওয়ার বা সূর্যালোক থেকে উৎপন্ন তড়িৎশক্তিকে কাজে লাগাতে তৎপর ভারতের বহু সংস্থা। এটি তৈরি হতে কয়লা বা অন্য কোনো জীবাশ্ম জ্বালানির প্রয়োজন পড়ে না। ফলে পরিবেশ দূষণের ঝুটঝামেলা নেই। এবারে দেশের অটোকার জায়ান্ট টাটা মোটরস (Tata Motors) তাদের শাখা টাটা পাওয়ার (Tata Power)-এর সাহায্যে ৪ মেগাওয়াট পিক ক্ষমতার সোলার প্রকল্প তৈরি করতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল।
সংস্থাটি পুণের বাণিজ্যিক গাড়ি তৈরির কারখানায় ৯ মেগাওয়াট পিক ক্ষমতার অন-সাইট সোলার ক্যাপাসিটি সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এবারের প্রকল্প তারই অংশ বিশেষ। সূত্রের খবর, নতুন সোলার প্রোজেক্ট থেকে ৫৮ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। যা পরোক্ষভাবে ১০ লক্ষ টন কার্বন ডাই অক্সাইডের নির্গমন রুখে দেবে। যা মোকাবিলা করতে ১৬ লক্ষ সেগুন গাছের প্রয়োজন।
এই প্রসঙ্গে টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি প্ল্যান্টের প্রধান অলক কুমার সিং বলেন, “এটি আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা যাতে গ্রীন হাউস গ্যাসের নির্গমন কমিয়ে শূন্য করার লক্ষ্য অর্জন করা যায়। আমরা দীর্ঘস্থায়ী ব্যবসায়িক বৃদ্ধির জন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিভিন্ন উপায় এবং মডেলের খোঁজ করছি। ২০২১-২২-এ আমাদের পুণে প্ল্যান্টে অপ্রচলিত শক্তির ব্যবহার ছিল ৩২%। তবে এবারের চুক্তির মাধ্যমে আমরা ১০০ শতাংশ পুনর্নবীকরণ যোগ্য শক্তির কাছাকাছি যাওয়ার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করছি।”
২০২১-২২ পর্যন্ত টাটা মোটরস তাদের পুণের ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির কারখানায় একটি ১৫ মেগাওয়াট পিক সোলার প্রোজেক্ট মোতায়েন করেছিল। যেখান থেকে ২.১০ কোটি কিলো ওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়। আগামী কয়েক বছরের মধ্যে অপ্রচলিত শক্তির চাহিদা সম্পূর্ণ পূরণ করতে নিজেদের সোলার ক্যাপাসিটি সম্প্রসারণের পরিকল্পনা করছে সংস্থা।
এই প্রসঙ্গে টাটা পাওয়ারের সোলার রুফটপ প্রধান শিবরাম বলেন, “পরিবেশবান্ধব শক্তির সম্প্রসারণে টাটা মোটরসকে সহযোগিতা করতে পেরে টাটা পাওয়ার আনন্দিত। পুণেতে তাদের ৪ মেগাওয়াট পিক পাওয়ার প্রোজেক্টের কাজ চলছে। আমরা আমাদের সমস্ত সহকারি সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং তাদের কার্যক্রমকে পরিবেশবান্ধব করার জন্য ক্লিন এনার্জির সমাধান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”