Tata Punch

অবশেষে থামল চাকা, এই গাড়ির মডেল বন্ধ করল টাটা মোটরস

Tata Punch - ভারতের বাজারে টাটা মোটরস (Tata Motors)-এর সর্বাধিক বিক্রিত এসইউভি তথা গাড়ির নাম হল পাঞ্চ (Punch)। অক্টোবরের শেষে এসে গাড়িটির দুটি ট্রিম বন্ধের কথা জানিয়েছে তারা।

Suman Patra 30 Oct 2024 12:19 PM IST

ভারতের বাজারে টাটা মোটরস (Tata Motors)-এর সর্বাধিক বিক্রিত এসইউভি তথা গাড়ির নাম হল পাঞ্চ (Punch)। অক্টোবরের শেষে এসে গাড়িটির দুটি ট্রিম বন্ধের কথা জানিয়েছে তারা। পাঞ্চের মিড-স্পেক অ্যাডভেঞ্চার এবং অ্যাডভেঞ্চার রিদম মডেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলি এএমটি এবং সিএনজি অপশনে পাওয়া যেত। দুই ট্রিম বন্ধ হয় যাওয়ার ফলে বর্তমানে এই কমপ্যাক্ট এসইউভি আটটি ট্রিমে উপলব্ধ হবে।

টাটা পাঞ্চের দুটি ট্রিম বন্ধ হল

উল্লেখ্য, টাটার সবচেয়ে ছোট এই এসইউভি পেট্রল এমটি, পেট্রল এএমটি, এবং সিএনজি এমটি মডেল ধরে ১৯টি ভ্যারিয়েন্টের মধ্যে কেনা যাবে। দাম ৬.১৩ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। আটটি ভ্যারিয়েন্টে ৮৬ হর্সপাওয়ারের ১.২ লিটার পেট্রল ইঞ্জিন বর্তমান, যা ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

অন্য ছয়টি ভ্যারিয়েন্টে ফাইভ স্পিড এএমটি গিয়ারবক্স অপশনে পাওয়া যায়, আর পাঁচটি ভার্সনে ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট রয়েছে। এটি থেকে ৭৩.৪ হর্সপাওয়ার উৎপন্ন হয়। পাঞ্চের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে সাপোর্ট সহ ১০.২৫ ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন, রিয়ার এয়ার কন্ডিশনার ভেন্ট, আর্মরেস্ট, ওয়্যারলেস চার্জিং প্যাড, ফাস্ট চার্জিং ইউএসবি টাইপ-সি পোর্ট, ইত্যাদি।

টাটা পাঞ্চের বৈদ্যুতিক সংস্করণও বিক্রি হয়। এটি ২৫ কিলোওয়াট আওয়ার এবং ৩৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনে উপলব্ধ। সম্পূর্ণ চার্জে এদের থেকে যথাক্রমে ৩১৫ কিলোমিটার ও ৪২১ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। বেস মডেলের আউটপুট ৮২ এইচপি ও ১১৪ এনএম। দ্বিতীয় মডেলটি থেকে ১২২ হর্সপাওয়ার ও ১৯০ এনএম টর্ক উৎপন্ন হয়।

Show Full Article
Next Story