Tata Punch ফের ভারত সেরা! বিক্রির দৌড়ে মারুতির মতো হেভিওয়েটকেও দিল টেক্কা
প্রতি মাসে ভারতের বাজারে মারুতি সুজুকি'র (Maruti Suzuki) গাড়ি বেস্ট সেলিং মডেলের তকমা পেয়ে আসছে। কিন্তু গত দু’মাস ধরে...প্রতি মাসে ভারতের বাজারে মারুতি সুজুকি'র (Maruti Suzuki) গাড়ি বেস্ট সেলিং মডেলের তকমা পেয়ে আসছে। কিন্তু গত দু’মাস ধরে উলট পুরাণের সাক্ষী থাকছেন ভারতীয়রা। শুনবেন কোন গাড়ি মারুতি সুজুকির জনপ্রিয় মডেলগুলিকে টেক্কা দিয়ে নেতৃত্বের রশি হাতে নিয়েছে? না এটি Tata Nexon ও Hyundai Creta নয়। এটি হচ্ছে দেশের বহুল জনপ্রিয় মাইক্রো এসইউভি Tata Punch।
Tata Punch এপ্রিলেও বিক্রির শীর্ষে
২০২৪-এর মার্চের পর এপ্রিলেও Tata Punch দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা পেয়েছে। মার্চ মাসে গাড়িটির ১৭,৫৪৭ ইউনিট বেচেছিল টাটা। এপ্রিলের বিক্রিবাটা এই সংখ্যাকেও হার মানিয়েছে। গত মাসে এই গাড়ি মোট ১৯,১৫৮ নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। বর্তমানে টাটা পাঞ্চ আইসিই, সিএনজি এবং ইভি অবতারে বেছে নেওয়া যায়।
আইসিই ভার্সনের Tata Punch-এর বর্তমান মূল্য ৬.১৩ লাখ থেকে ১০.২০ লাখ টাকা (এক্স-শোরুম)। এতে ১.২ লিটার রিভোট্রন পেট্রোল ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। সর্বোচ্চ ৮৮ পিএস শক্তি এবং ১১৫ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে ৫-স্পিড এমটি অথবা ৫-স্পিড এএমটি সহ বেছে নেওয়া যায়। সিএনজি মডেলের আউটপুট ৭৩ পিএস এবং ১০৩ এনএম। এটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সমেত উপলব্ধ। সিএনজি মডেলে টুইন ট্যাঙ্ক দেওয়া হয়েছে।
আবার Tata Punch.ev কিনতে খরচ পড়ে ১০.৯৯ লাখ থেকে ১৫.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে একটি ৬০ কিলোওয়াট মোটর ও ২৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে। ফুল চার্জে রেঞ্জ ৩১৫ কিলোমিটার। আবার লং রেঞ্জ ভ্যারিয়েন্টে উপলব্ধ ৩৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থেকে ৪২১ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।