গোটা দেশ জানার অপেক্ষায়, Tata Punch EV-র দাম কত হবে? উত্তর খুঁজলাম আমরা

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে Tata Motors (টাটা মোটরস)-এর কথাই শেষ। বর্তমানে ইভি সেগমেন্টে ৭১% মার্কেট শেয়ার তাদের।...
SUMAN 3 Aug 2023 3:53 PM IST

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে Tata Motors (টাটা মোটরস)-এর কথাই শেষ। বর্তমানে ইভি সেগমেন্টে ৭১% মার্কেট শেয়ার তাদের। অর্থাৎ দেশের ব্যাটারি চালিত চার চাকা গাড়ির জগতে টাটাই একচ্ছত্র সম্রাট।
কিন্তু পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। তাই কোনরকম ঝুঁকি নিতে গররাজী টাটার ঝুলি থেকে বেরোতে চলেছে আরও একটি দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি। শোনা যাচ্ছে, Punch-এর বৈদ্যুতিক ভার্সন লঞ্চ হবে শীঘ্রই। কিন্তু দাম কত হবে তা জানার অপেক্ষায় সবাই। এই প্রতিবেদনে সেই প্রশ্নেরই উত্তর খুঁজলাম আমরা।

Tata Punch EV-র দাম (সম্ভাব্য)

Tata Punch EV সম্ভবত সংস্থার লাইনআপে Tiago EV ও Nexon EV-এর মাঝামাঝি অবস্থান করবে। Tigor EV-র বর্তমান বাজারমূল্য ১৩.৩৪ লক্ষ থেকে ১৪.৫৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যেখানে Nexon EV Prime কেনার খরচ‌ ১৫.৪৮ লক্ষ টাকা থেকে শুরু। তাই Tata Punch EV-এর মূল্য ১২ থেকে ১৩ লক্ষ টাকার মাঝামাঝি মধ্যে শুরু হতে পারে বলে আমাদের ধারণা। যেখানে টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম পড়তে পারে ১৫ লক্ষ টাকা।

Tata Punch EV – খুঁটিনাটি

ডিজাইনের প্রসঙ্গে বললে আইসিই ভার্সনের সাথে Punch EV-এর বিশেষ কোনো ফারাক থাকবে না বলেই আশা করা হচ্ছে। বড়জোর গাড়িটির বহিরঙ্গে ব্লু হাইলাইট এবং ইভি ব্যাজিং নজরে পড়বে। ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ডের সার্বিক লেআউট অপরিবর্তিত রাখা হবে। Punch EV-এর টেস্টিং মডেলে ইলেকট্রিক পার্কিং ব্রেক লক্ষ্য করা গেছে। এতে ওয়্যারলেস চার্জিং এবং একটি এয়ার পিউরিফায়ার দেওয়া হতে পারে।

Tata Punch EV – স্পেসিফিকেশন

Tata Punch EV জিপট্রন টেকনোলজি সহ আসতে পারে। এতে Tigor EV-র বেশ কিছু বৈশিষ্ট্য চোখে পড়বে। এতে দেওয়া হতে পারে একটি ২৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ৭৩ বিএইচপি শক্তি উৎপাদনকারী ইলেকট্রিক মোটর। Tigor EV ফুল চার্জে ৩১৫ কিমি রেঞ্জ দেয়। Punch EV-র ক্ষেত্রেও রেঞ্জের পরিমাণ এই একই রাখা হতে পারে। কিন্তু এর বক্সি ডিজাইনের কারণে রেঞ্জ সামান্য কম মিলবে বলেই আশা করা হচ্ছে।

Tata Punch EV – লঞ্চের সময়কাল

বর্তমানে টাটা তাদের Punch i-CNG ভার্সন লঞ্চের জন্য তোরজোর শুরু করেছে। সম্প্রতি ডিলারশিপগুলি এর অগ্রিম বুকিং গ্রহণ শুরু করেছে। এরপর আসন্ন লঞ্চের তালিকায় টাটার একাধিক মডেল মুখিয়ে রয়েছে। যেমন – Nexon facelift ও Harrier/Safari facelift। তারপর বাজারে Punch EV-র আগমন ঘটতে পারে। তাই এ বছরের শেষ অথবা ২০২৪-এর শুরুতে এই বৈদ্যুতিক মডেলটি লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story