পেট্রলের বদলে তার থেকে বিদ্যুৎ টানছে টাটার নতুন গাড়ি, ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল

বর্তমানে ভারতের বৈদ্যুতিক গাড়ি বাজারের রশি নিয়ন্ত্রণ করে টাটা মোটরস (Tata Motors)। Nexon EV, Tiago EV ও Tigor EV – এই...
SUMAN 23 Aug 2023 6:34 PM IST

বর্তমানে ভারতের বৈদ্যুতিক গাড়ি বাজারের রশি নিয়ন্ত্রণ করে টাটা মোটরস (Tata Motors)। Nexon EV, Tiago EV ও Tigor EV – এই তিন মডেলের কাঁধে ভর করে দেশের চার চাকার ব্যাটারি গাড়ি মার্কেটের সিংহভাগ শেয়ার নিজের দখলে রেখেছে এই অটোমোবাইল জায়েন্ট। কিন্তু তাই বলে আত্মতুষ্টির জায়গা নেই টাটাদের। যে কারণে ঢালাও বৈদ্যুতিক গাড়ির আনার কথা ঘোষণা করেছে তারা। যার মধ্যে সর্বপ্রথম মডেল হিসাবে আসতে চলেছে Punch মাইক্রো এসইউভির ইলেকট্রিক ভার্সন। সম্প্রতি চার্জিং স্টেশনে দাঁড়িয়ে চার্জ দেওয়ার সময় Tata Punch EV-র ক্যামোফ্ল্যাজ করা মডেলের ছবি প্রকাশ্যে এসেছে।

এক ইনস্টাগ্রাম পেজ থেকে Tata Punch EV-র লেটেস্ট ছবি ফাঁস হয়েছে। যার ওপর ভিত্তি করে বলা যায়, পেট্রল/সিএনজি মডেলের তুলনায় ইভি ভার্সনের ডিজাইনে বেশ কিছু ফারাক থাকবে। সবার প্রথমেই উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে সামনে থাকছে চার্জিং স্লট। আবার গাড়িটির বাম্পারের নকশায় পরিবর্তন ঘটানো হতে পারে বলে আশা করা হচ্ছে। টাটার অন্যান্য ইলেকট্রিক গাড়ির মতো এতেও ট্রাই অ্যারো এলিমেন্টের দেখা মিলবে বলেই অনুমান।

টাটা পাঞ্চ ইভি-তে নতুন অ্যালয় হুইলের দেখা মিলবে। যার সঙ্গে Tiago EV-র সাথে মিল থাকবে। তবে গাড়িটির প্রোডাকশন ভার্সনের চাকার ডিজাইনে পরিবর্তন ঘটাতে পারে টাটা। গাড়িটিতে রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হতে পারে। যা আইসিই ভার্সনে উপলব্ধ নেই। গাড়িটির কেবিনে একটি রোটারি ডায়ালের দেখা মিলবে। ম্যানুয়ালের পরিবর্তে থাকতে পারে ইলেকট্রনিক পার্কিং ব্রেক। এছাড়া অত্যাধুনিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সমেত হাজির হতে পারে গাড়িটি। যেখানে ইভি সম্পর্কিত যাবতীয় তথ্য ভেসে উঠবে।ইনফোটেনমেন্ট স্ক্রিনের আকার হবে ৭-ইঞ্চি।

Tata Punch EV-র ইলেকট্রিক পাওয়ারট্রেন সম্পর্কিত তথ্য এখনও রহস্যাবৃত। খুব সম্ভবত এতে জিপট্রন টেকনোলজি ব্যবহার করা হতে পারে। যা Tata Tiago EV ও Nexon EV-তেও বর্তমান। আবার বিভিন্ন রেঞ্জের জন্য টাটার ঝুলিতে রয়েছে নানাবিধ ক্ষমতার ব্যাটারি প্যাক। তাই এতে কোনটি ব্যবহার করা হবে, তা এই মুহূর্তে বলা সম্ভবপর নয়।

Show Full Article
Next Story