Tata Punch: লঞ্চের দেড় বছরের মধ্যেই 2 লাখ উৎপাদন, মোকার আগেই দেশজুড়ে টাটা পাঞ্চ ঝড়

ভারতে এসইউভি (SUV) গাড়ির সাফল্য দেখে রীতীমতো ঈর্ষান্বিত অন্যান্য সেগমেন্টের মডেলগুলি। এক লাখ প্রোডাকশনের দ্রুততম...
SUMAN 12 May 2023 7:39 PM IST

ভারতে এসইউভি (SUV) গাড়ির সাফল্য দেখে রীতীমতো ঈর্ষান্বিত অন্যান্য সেগমেন্টের মডেলগুলি। এক লাখ প্রোডাকশনের দ্রুততম মাইলস্টোন স্পর্শকারী হিসেবে ইতিমধ্যেই নিজের পরিচয় বানিয়েছিল Tata Punch। এবারে কম্প্যাক্ট এসইউভি গাড়িটি সফলতার মইয়ের পরবর্তী পদক্ষেপ উত্তীর্ণ করল। এবারে ২ লক্ষ ইউনিট উৎপাদনের মাইলফলক স্পর্শ করল Punch। লঞ্চের মাত্র ১৯ মাসের মধ্যে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে গাড়িটি।

Tata Punch ২ লাখ প্রোডাকশন ইউনিট স্পর্শ করল

হিসেব বলছে এতো সংখ্যক বিক্রি হওয়ার ফলে প্রতি মাসে গড়ে ১০,০০০ ইউনিট বেচাকেনা হয়েছে। আবার বর্তমানে টাটা মোটরসের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা জিতে নিয়েছে টাটা পাঞ্চ। যার বর্তমান বাজার মূল্য ৬ লক্ষ টাকা থেকে ৯.৫২ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

উল্লেখ্য, ২০২১-এ টাটা তাদের পাঞ্চ গাড়িটি লঞ্চ করেছিল। এতে উপস্থিত ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। আবার ফাইভ স্টার সেফটি রেটিং সহ সাব কম্প্যাক্ট গাড়িটি ভারতবর্ষের সর্বাধিক সুরক্ষিত গাড়ির মধ্যে একটি। সুরক্ষা ছাড়াও আবেদনময় ডিজাইনের জন্য গাড়িটি ক্রেতাদের রাতের ঘুম কেড়েছে। ২০২২-এর আগস্টে এটি ১২,০০৬ ইউনিট বিক্রি হয়েছিল। যা এদেশে এখনও পর্যন্ত একমাসে গাড়িটির সর্বাধিক বিক্রির পরিমাণ।

Tata Punch-এ রয়েছে একটি ১.২ লিটার ন্যাচারাল অ্যাস্পিরেটেড, ফোর সিলিন্ডার, পেট্রোল মোটর। যা থেকে ৮৬ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক পাওয়া যায়। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং ৫-স্পিড এএমটি বিকল্পে বেছে নেওয়া যায়। আবার শীঘ্রই সিএনজি অবতারে লঞ্চ হতে চলেছে এটি। Punch iCNG-তেও সমান বুট স্পেস মিলবে বলে দাবি করেছে টাটা।

Show Full Article
Next Story