Maruti বা Hyundai নয়, চমকে দিয়ে দেশে সবথেকে বেশি বিক্রি হচ্ছে Tata-র এই SUV

বর্ষার আগমনী বার্তা নিয়ে সদ্য পা রেখেছে ২০২৪-এর জুন। নতুন মাস শুরু হতেই মে'তে ভারতের বাজারে বিক্রিত সর্বাধিক প্রথম পাঁচ...
SUMAN 12 Jun 2024 8:09 PM IST

বর্ষার আগমনী বার্তা নিয়ে সদ্য পা রেখেছে ২০২৪-এর জুন। নতুন মাস শুরু হতেই মে'তে ভারতের বাজারে বিক্রিত সর্বাধিক প্রথম পাঁচ এসইউভি (SUV) গাড়ির তালিকা প্রকাশিত হল। আশ্চর্যজনকভাবে উক্ত সেগমেন্টে দীর্ঘদিন নেতৃত্ব প্রদানকারী Tata Nexon প্রথম পাঁচে ঢুকতেই পারল না। যদিও প্রথম স্থানে উঠে এসেছে টাটা'রই আরেক মডেল Tata Punch। চলুন জুন মাসে ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত প্রথম পাঁচটি এসইউভি'র তালিকা দেখে নেওয়া যাক।

Tata Punch

গত মাসে বিক্রির ভারতের বেস্ট সেলিং এসইউভি গাড়ির তকমা ধরে রেখেছে Tata Punch। পরিসংখ্যান বলছে এ বছর মে'তে মোট ১৮,৯৪৯ ইউনিট বিক্রি হয়েছে গাড়িটি। যেখানে আগের বছর একই সময়ে বিক্রি হয়েছিল ১১,১২৪ ইউনিট। ফলে এবারে বিক্রি বৃদ্ধি পেয়েছে ৭০%। ৫-স্টার সেফটি রেটিং যুক্ত এই গাড়ির বর্তমান মূল্য ৬.১৩ লাখ থেকে ১০.২০ লাখ টাকা (এক্স-শোরুম)।

Hyundai Creta

Hyundai Creta বর্তমানে ভারতের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত এসইউভি। গত মাসে ১৪,৬৬২টি ক্রেটা বিক্রি হয়েছে। ২০২৩ সালের মে’র তুলনায় বিক্রি ১% বাড়তে দেখা গেছে। মাঝারি আকারের এই এসইউভি সম্প্রতি দুটি নতুন ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে - মিড-সাইকেল ফেসলিফ্ট এবং অপরটি N-Line ভার্সন।

Maruti Suzuki Brezza

তালিকার তৃতীয় স্থানে রয়েছে Maruti Suzuki Brezza। আগের মাসে মোট ১৪,১৮৬ জন ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিতে পেরেছে ইন্দো জাপানি সংস্থাটি। আগের বছরের একই সময়ের তুলনায় এবারে বিক্রি ৬% বাড়তে দেখা গেছে। গাড়িটির দাম ৮.৩৪ লাখ থেকে ১৪.১৪ লাখ টাকা (এক্স-শোরুম)।

Mahindra Scorpio

Mahindra Scorpio হচ্ছে ভারতের অন্যতম বেস্ট সেলিং এসইউভি গাড়ি। নতুন প্রজন্মের Scorpio N ছাড়াও সংস্থার পোর্টফোলিওতে রয়েছে Scorpio Classic। আগের মাসে এই দুই মডেল সম্মিলিত ভাবে মোট ১৩,৭১৭ ইউনিট বিক্রি হয়েছে। যা আগের বছরের ওই সময়ের তুলনায় ৪৭% বেশি।

Maruti Suzuki Fronx

Maruti Suzuki Fronx তালিকার পাঁচ নম্বর স্থান দখল করেছে। Brezza-র পর দ্বিতীয় সাব কম্প্যাক্ট এসইউভি মডেলটি Baleno-এর উপর ভিত্তি করে তৈরি। আগের মাসে মোট ১২,৬৮১ ইউনিট বিক্রি হয়েছে গাড়িটির। আগের বছরের মে’র তুলনায় চাহিদা ২৯% বেড়েছে। গাড়িটির দাম ৭.৫১ লাখ থেকে ১৩.০৪ লাখ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story