দারুণ সুযোগ, 40,000 টাকা ডিসকাউন্টে মিলছে Tata Motors এর জনপ্রিয় SUV
লেটেস্ট পরিসংংখ্যান বলছে, ভারতে বিক্রিত যাত্রীবাহী গাড়ির প্রতি পাঁচটির মধ্যে দুটিই এসইউভি (SUV)। যা থেকে এটি স্পষ্ট যে...লেটেস্ট পরিসংংখ্যান বলছে, ভারতে বিক্রিত যাত্রীবাহী গাড়ির প্রতি পাঁচটির মধ্যে দুটিই এসইউভি (SUV)। যা থেকে এটি স্পষ্ট যে এ দেশে এই ধরনের গাড়ির চাহিদা উর্ধ্বমুখী। উক্ত সেগমেন্টে এমনই এক জনপ্রিয় গাড়ি হল Tata Safari SUV। আকর্ষণীয় বিষয়টি হল, গাড়িটি এখন কিনলে ৪০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। টাটা জানিয়েছে, মে মাস জুড়ে ছাড়ের অফার বৈধ থাকবে। তবে অঞ্চল এবং ডিলারশিপ ভেদে সুযোগ-সুবিধার পরিমাণ ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুমে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।
Tata Safari SUV-তে মিলছে ৪০,০০০ টাকার ডিসকাউন্ট
টাটা সাফারি-তে ৪০,০০০ টাকার আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট, ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট এবং ৫,০০০ টাকার রুরাল ডিসকাউন্ট। এদিকে সম্প্রতি ভারতের বাজারে Tata Safari-র ২০২৩ মডেলটি লঞ্চ হয়েছে।
নতুন ভার্সনে উপস্থিত ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, নতুন অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস। এই অ্যাডাস-এর মধ্যে রয়েছে এমারজেন্সি ব্রেকিং সহ ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং, ব্লাইন্ড স্পট মনিটর, লেন ডিপারচার ওয়ার্নিং, ওপেন ডোর অ্যালার্ট এবং রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট।
Tata Safari-র নতুন অবতারে দেওয়া হয়েছে একটি ২.০ লিটার ডিজেল ইঞ্জিন। যা থেকে ১৬৮ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। এর ইঞ্জিনটি নয়া নির্গমন বিধি বিএস৬ ফেজ২ পালন করে এসেছে। গাড়িটি দুই ধরনের ট্রান্সমিশনে বেছে নেওয়া যায় – সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং সিক্স স্পিড টর্ক কনভার্টার।
আবার এ বছরের শুরুতে রেড অ্যাকসেন্ট সহ ব্ল্যাক শেডে লঞ্চ হয়েছিল Tata Safari Special Edition। এতে রয়েছে লাল রঙের নতুন আপহোলস্টেরি সিট কভার। ডোর গ্র্যাব হ্যান্ডেলেও লালের স্পর্শ দেখা গেছে। এছাড়া এতে উপস্থিত একটি ফ্রন্ট সেন্টার আর্মরেস্ট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা।