Tata Safari EV: টাটা সাফারির ইলেকট্রিক ভার্সনে লঞ্চ করে চমক দেবে টাটা? জল্পনা বাড়াল ছবি
ভারতের বৈদ্যুতিক গাড়ির চাহিদা ঊর্ধ্বমুখী। যার হদিশ পেয়ে আন্তর্জাতিক বাজারের দাপুটে সংস্থাগুলি দেশের বাজারকে লক্ষ্য করে...ভারতের বৈদ্যুতিক গাড়ির চাহিদা ঊর্ধ্বমুখী। যার হদিশ পেয়ে আন্তর্জাতিক বাজারের দাপুটে সংস্থাগুলি দেশের বাজারকে লক্ষ্য করে নিত্যনতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে হাজির হচ্ছে। এগুলির দাম ভারতের বৃহত্তম শ্রেণীর মানুষের নাগালের বাইরেও হলেও, লাক্সারি গাড়ি লঞ্চ করতে এতোটুকু পিছপা হচ্ছে না সংস্থাগুলি। তবে এ কথা সকলেরই জানা, ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে দেশীয় সংস্থা টাটা মোটরস (Tata Motors)। Tata Nexon EV ও Tigor EV-র প্রতিমাসের বিক্রির পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে বড় ব্যাটারির Tata Nexon EV Max। এদিকে অদূর ভবিষ্যতে বাজারে আরও বেশ কয়েকটি মডেলের ইলেকট্রিক গাড়ি আনার পরিকল্পনা রয়েছে টাটার। যার মধ্যে রয়েছে Curvv EV এবং Avinya-র প্রোডাকশন ভার্সন। একইসাথে একে একে বাজারে আসবে Tata Altroz EV ও Tata Punch EV।
তবে তাজ্জব করার মতো খবর, আসন্ন বৈদ্যুতিক গাড়ির তালিকায় Tata Safari EV-র নাম না থাকলেও, সম্প্রতি রাজস্থানের যোধপুরের রাস্তায় চলার সময় বৈদ্যুতিক ভার্সনে গাড়িটির ছবি ফাঁস হয়েছে। যা দেখে অবাক সকলেই। দেখা গিয়েছে সংস্থার ফ্ল্যাগশিপ এসইউভি প্যাসেঞ্জার কার Safari SUV সবুজ রঙের নম্বর প্লেট সহ ছুটছে। এদেশে একমাত্র বৈদ্যুতিক যানবাহনেই সবুজ রঙের নম্বর প্লেট দেওয়া হয়। যা গাড়িটির ব্যাটারি সহযোগে লঞ্চের হওয়ার জল্পনা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে।
তবে কি সত্যি সত্যি ইলেকট্রিক ভার্সনে আসতে চলেছে Tata Safari? এক্ষেত্রে জানিয়ে রাখি, বেশি উৎসাহিত হওয়ার কারণ নেই। কারণ রাস্তায় দেখতে পাওয়া গাড়িটি টাটা নিজে পরীক্ষা করেনি। এটি একজন গ্রাহকের নিজস্ব গাড়ি। আরটিও (RTO)-র রেজিস্ট্রেশন নম্বর দেখে জানা গেছে এটি একটি Tata Safari BS-6 XZA Plus মডেলের প্রাইভেট কার। ২.০ লিটার ডিজেল ইঞ্জিন সহ গাড়িটির নম্বর প্লেটের রঙ হওয়া উচিত ছিল সাদা অথবা কালো। কিন্তু এ ক্ষেত্রে তা সবুজ রঙের।
সবুজ রঙের আরটিও-র নম্বর প্লেট দেখে যে বিষয়টি নিশ্চিতভাবে বলা যায় তা হল, এতে একটি ইলেকট্রিক কনভার্সন কিট লাগানো হয়েছে। যে কারণে বৈধ সবুজ রঙের নম্বর প্লেট দেওয়া হয়েছে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির বদলে ব্যাটারিতে চলছে টাটা সাফারি। বাজারে এমন অনেক সংস্থা রয়েছে যারা এই কাজটি করে থাকে। কিন্তু টাটা নিজেই গোপন ভাবে কোনো প্রকল্প শুরুর আগে কনভার্শন কিট লাগানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ভবিষ্যতে Avinya কনসেপ্টের উপর ভর করে Harrier EV ও Safari EV লঞ্চের সম্ভাবনা থেকেই যাচ্ছে।