Tata Sierra EV: বাজার কাঁপাতে 2 দশক পর নতুন অবতারে ভারতে ফিরছে টাটার এই গাড়ি

২০০৩ সালে বাজারকে চিরতরে বিদায় জানিয়েছিল গাড়িটি। সেই Tata Sierra এবার ইলেকট্রিক অবতারে ফিরতে চলেছে ভারতে। খুব সম্প্রতি একঝাঁক বৈদ্যুতিক গাড়ির লঞ্চের সময়কাল ঘোষণা করেছে…

২০০৩ সালে বাজারকে চিরতরে বিদায় জানিয়েছিল গাড়িটি। সেই Tata Sierra এবার ইলেকট্রিক অবতারে ফিরতে চলেছে ভারতে। খুব সম্প্রতি একঝাঁক বৈদ্যুতিক গাড়ির লঞ্চের সময়কাল ঘোষণা করেছে টাটা মোটরস (Tata Motors)। যার মধ্যে Sierra EV-র নাম রয়েছে। নস্টালজিয়া উস্কে ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে লঞ্চ হবে এটি। আধুনিক অবতারে Tata Sierra EV কেমন দেখতে হবে, তা একবার চাক্ষুষ করতে যেন তর সইছে না গাড়িপ্রেমীদের মধ্যে।

Tata Sierra EV ভারতে লঞ্চ হবে ২০২৫-২৬ অর্থবর্ষে

২০২০ সালের পর গত বছরের অটো এক্সপো ইভেন্টেও টাটা সিয়েরা ইভি অপ্রদর্শিত হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত গাড়িটির স্পেসিফিকেশন সম্পর্কিত কোন তথ্য জানা যায়নি। ক্রেতাদের খুশি করতে টাটা মোটরস তাদের এই গাড়িতে পারফরম্যান্স, রেঞ্জ এবং চার্জিং সক্ষমতার ভারসাম্য বজায় রাখবে। এজন্য এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। অনুমান করা হচ্ছে, এই গাড়ির ফুল চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ দেবে।

ডিজাইনের প্রসঙ্গে বললে, ২০২৩-এ প্রদর্শিত Tata Sierra EV-র কনসেপ্ট ভার্সনে অরিজিনাল মডেলের মতো বক্সি এবং রাগেড স্টাইলের দেখা মিলেছিল। সাথেই ছিল মর্ডান এলিমেন্ট এবং ফিউচারিস্টিক ছোঁয়া। কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে, কনসেপ্ট মডেলের ধাঁচেই গাড়িটির প্রোডাকশন মডেল বানানো হচ্ছে।

টাটা সিয়েরা ইভি-র কনসেপ্ট ভার্সনে ছিল এলইডি হেডলাইট সহ ভিন্ন স্টাইলের ফ্রন্ট ফেসিয়া এবং প্রমিনেন্ট গ্রিল। এর সাথে উঁচু হুড এবং বর্গাকৃতির হুইল আর্চের দেখা মিলেছিল। সবকিছু মিলিয়ে গাড়িটিতে বলিষ্ঠ এবং পেশীবহুল আবেদন দৃশ্যমান। কনসেপ্ট ভার্সনে আরও ছিল বড়সড় কেবিন ও প্রযুক্তি সমৃদ্ধ ইন্টেরিয়ার। ফিচার্সের তালিকায় ডিজিটাল ডিসপ্লে, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট। এছাড়া, আর কী কী থাকবে সেটা লঞ্চের পরই বিশদে জানা যাবে।