দামে কম, মানে সেরা! এক চার্জে ৪০ কিমি যাবে টাটার নতুন ইলেকট্রিক সাইকেল
Tata Stryder ETB 200 Electric Cycle Feature - প্যাডলিং করতে ইচ্ছা না করলে ব্যাটারি দিয়েই চালাতে পারবেন সাইকেল, সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
ইলেকট্রিক সাইকেলের দুনিয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে টাটা মালিকাধীন স্ট্রাইডার ব্র্যান্ড। সম্প্রতি একটি নতুন ইলেকট্রিক সাইকেল হাজির করেছে কোম্পানি। নাম ইটিবি ২০০। যাঁরা ৩৫ হাজার টাকার কমে ইলেকট্রিক সাইকেলের খোঁজ করছেন তাঁদের জন্য এটি অন্যতম বিকল্প হতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ই-সাইকেলে কী কী বৈশিষ্ট্য রয়েছে।
টাটা স্ট্রাইডার ইটিবি ২০০ ইলেকট্রিক সাইকেলের ফিচার্স
প্রথমেই জানিয়ে রাখি, এটি অফলাইন ছাড়াও অনলাইন ফ্লিপকার্ট থেকেও অর্ডার করতে পারবেন। ২৭.৫ ইঞ্চি হুইল সাইজ রয়েছে সাইকেলে। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি নিত্য যাতায়াত বা শরীরচর্চার জন্য ব্যবহার করা যাবে এই সাইকেল। একবার চার্জ দিলেই দৌড়বে ৪০ কিলোমিটার। স্ট্রাইডার ইটিবি ২০০-তে রয়েছে ৩৬ ভোল্ট ক্ষমতা ৭.৮ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি।
বাড়িতেই খুবই সহজে এটি চার্জ করা যাবে বলে দাবি করেছে কোম্পানি। স্ট্রাইডারের দেওয়া তথ্য অনুযায়ী, এটি ফুল চার্জ করতে সময় লাগবে ৪ ঘণ্টা। অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ২৫০ ওয়াটের বিএলডিসি ইলেকট্রিক মোটর এবং চাকার দু’প্রান্তেই ডিস্ক ব্রেক। এই সাইকেলের আরও একটি ভালো সুবিধা হল, ব্রেকিংয়ের সময় পাওয়ার অফ হয়ে যায়।
প্যাডলিং করতে ইচ্ছা না করলে ব্যাটারি দিয়েই চালাতে পারবেন সাইকেল, সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। পাথুরে রাস্তাতেও সঠিক ভারসাম্য দেওয়ার জন্য সাইকেলের সামনে রয়ের থ্রেডলেস ফর্ক সাসপেনশন। এছাড়া সাইকেলের সঙ্গে অ্যাক্সেসরিজও নিতে পারে, যেখানে রাতের বেলা চালানোর জন্য হেডলাইট-সহ একাধিক পার্টস পাওয়া যাবে।
টাটা স্ট্রাইডার ইটিবি ২০০ ইলেকট্রিক সাইকেলের দাম
বাজারে এই ইলেকট্রিক সাইকেল দুটি রংয়ে কিনতে পারবেন - ব্ল্যাক/গ্রে এবং টিল/ব্ল্যাক। টাটা স্ট্রাইডার ইটিবি ২০০ ইলেকট্রিক সাইকেলের দাম রয়েছে ৩৩,৫৯৫ টাকা। তবে এই দাম সীমিত সময়ের জন্য থাকবে বলে জানা গিয়েছে।
Tata Stryder ETB 200 Electric Cycle Feature - প্যাডলিং করতে ইচ্ছা না করলে ব্যাটারি দিয়েই চালাতে পারবেন সাইকেল, সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।