Tata Stryder: স্মার্টফোনের দামে ই-বাইক, নিম্নবিত্তের জন্য বড় পদক্ষেপ রতন টাটার সংস্থার
টাটা গোষ্ঠীর সংস্থা Stryder Cycle সম্প্রতি দুই নয়া ইলেকট্রিক সাইকেল লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলগুলির দাম হল, Voltic X...টাটা গোষ্ঠীর সংস্থা Stryder Cycle সম্প্রতি দুই নয়া ইলেকট্রিক সাইকেল লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলগুলির দাম হল, Voltic X এবং Voltic Go। ফেস্টিভ সিজন উপলক্ষে অরিজিনাল দামের উপর ১৬ শতাংশ ডিসকাউন্টও দিচ্ছে তারা। টাটা স্ট্রাইডার বায়ু দূষণ এবং শহুরে যানজট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে নতুন ই-বাইকটিকে পরিবেশবান্ধব যান হিসাবে তুলে ধরার লক্ষ্য রেখেছে।
Tata Stryder ইলেকট্রিক বাইসাইকেলের দাম ও ফিচার্স
Voltic X এবং Voltic Go মডেল দু'টির দাম ৩২,৪৯৫ টাকা ও ৩১,৪৯৫ টাকা রেখেছে সংস্থা। অর্থাৎ একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের দামে আপনি ব্যাটারি চালিত সাইকেল পেয়ে যাচ্ছেন। উভয় মডেলে ৪৮ ভোল্টের স্প্ল্যাশ-প্রুফ ব্যাটারি রয়েছে, যা মাত্র তিন ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে এবং এক চার্জে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করবে।
Voltic Go ফ্রেম ডিজাইন সহ এসেছে, যা রাইডারকে আরাম দেবে ও চালাতেও সহজ। অন্যদিকে, Voltic X মাউন্টেন বাইসাইকেলের মতো ডিজাইন অফার করে৷ এটি আরবান কমিউটিং হোক অথবা হালকা অফ-রোড অ্যাডভেঞ্চার, উভয়ের জন্য পারফেক্ট।
প্রতিটি মডেলে ডুয়াল ডিস্ক ব্রেক, অটোমেটিক পাওয়ার কাট-অফ ও দুই বছরের ব্যাটারি ওয়ারেন্টি মিলবে।প্রসঙ্গত, স্ট্রাইডার কোম্পানির সাইকেল বর্তমানে ভারতে ৪০০০-এর বেশি রিটেল আউটলেট থেকে পাওয়া যাচ্ছে। তারা সার্ক গোষ্ঠীভুক্ত দেশ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে রপ্তানি কার্যক্রম প্রসারিত করেছে।
COPYRIGHT 2024
Powered By Blinkcms