Tata Tiago EV: আগামীকাল দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ির বুকিং শুরু, প্রথমে অর্ডার দিলে কম দামে পাবেন

ভারতে ইলেকট্রিক ফোর-হুইলার এর বাজারে নিজেদের দাপট বজায় রেখেছে টাটা মোটরস। Nexon, Tigor এর পর তাদের এই ইভি পরিবারে যুক্ত...
techgup 9 Oct 2022 7:30 PM IST

ভারতে ইলেকট্রিক ফোর-হুইলার এর বাজারে নিজেদের দাপট বজায় রেখেছে টাটা মোটরস। Nexon, Tigor এর পর তাদের এই ইভি পরিবারে যুক্ত হয়েছে নতুন Tiago EV। অর্থাৎ এসইউভি থেকে শুরু করে সেডান ও হ্যাচব্যাক সব সেগমেন্টেই ব্যাটারি চালিত গাড়ি বাজারে এনেছে তারা। এরই মধ্যে আগামীকাল Tiago EV এর বুকিং সম্বন্ধিত ঘোষণা করল টাটা মোটরস। তাদের এই নতুন ইলেকট্রিক গাড়িটির এক্স শোরুম মূল্য ৮.৪৯ লাখ টাকা থেকে শুরু। দামের নিরিখে দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি এটি।

তবে এই দামটি শুধুমাত্র প্রথম ১০ হাজার ক্রেতার জন্যই বলবৎ হবে। অবশ্য এর মধ্যে ২,০০০ ইউনিট গচ্ছিত থাকবে বর্তমান Nexon EV ও Tigor EV মালিকদের জন্য। সোমবার দুপুর বারোটা থেকে শুরু হবে Tiago EV এর অগ্রিম বুকিং। টাটা মোটরের যে কোনো অথরাইজড ডিলার বা সংস্থার ৃফিশিয়াল ওয়েবসাইটে ২১,০০০ টাকা জমা করে এই বুকিং করা যাবে।

প্রসঙ্গত, দেশের বড় বড় শপিংমলগুলিতে আগামী অক্টোবর মাস থেকে এই Tiago EV গাড়িটি ডিসপ্লে করা হবে। তবে গ্রাহকগণ এর টেস্ট রাইড করতে পারবেন চলতি বছরের ডিসেম্বর থেকে। আর এই ইলেকট্রিক গাড়িটির ডেলিভারি শুরু হবে আগামী ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে। তবে ডেলিভারির সময় ও তারিখ গাড়িটির ভ্যারিয়েন্ট ও রঙের উপর নির্ভরশীল।

এই প্রসঙ্গে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মবিলিটি লিমিটেডের মার্কেটিং ও সেলসের প্রধান বিবেক শ্রীবৎস জানান, "Tiago EV এই সেগমেন্টের প্রথম ইলেকট্রিক গাড়ি যাতে রয়েছে প্রিমিয়াম সেফটি ফিচার্স, উন্নত টেকনোলজি, ইকোফ্রেন্ডলি ব্যবস্থা, অসামান্য পারফরমেন্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর তুলনামূলক কম রক্ষণাবেক্ষণ খরচ। এমনকি সাধারণভাবে প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রে যে সমস্ত সংযোগকারী বৈশিষ্ট্য দেওয়া থাকে সেই সব কিছুই রয়েছে আমাদের এই নতুন ইলেকট্রিক গাড়িটিতে। Tiago EV তাই গ্রাহকদের কাছ থেকে প্রচুর পরিমাণে পজিটিভ রেসপন্স পেয়েছে। এর মধ্যে বেশিরভাগ গ্রাহকেরই প্রশ্ন ছিল ২৪ কিলোওয়াট ব্যাটারি ভ্যারিয়েন্ট সম্পর্কে। আর তাই এই মডেলটির উপরেই আমরা বেশি নজর দিয়েছি।"

Tata Tiago EV Range

Tiago EV তে থাকছে দুটি আলাদা ব্যাটারি প্যাক অপশন। এদের মধ্যে একটি হলো ২৪ কিলোওয়াটের ব্যাটারি, যা এক চার্জে ৩১৫ কিমি পথ চলতে সাহায্য করবে। আর অন্যটি হল এর ছোট সংস্করণ- ২৫০ কিমি রেঞ্জ সমৃদ্ধ ১৯.২ কিলোওয়াটের ব্যাটারি প্যাক। এমনকি এই গাড়িটিতে রয়েছে চার ধরনের চার্জিং অপশন। এগুলি হল বাড়িতে চার্জ দেওয়ার জন্য ১৫ অ্যাম্পিয়ারের সকেট, ৩.৩ কিলোওয়াটের এসি চার্জার, ৭.২ কিলোওয়াটের এসি হোম চার্জার এবং ডিসি ফাস্ট চার্জার।

Tata Tiago EV Features

Tiago এর বর্তমান পেট্রল পরিচালিত গাড়িটির যে ফেসলিফ্ট সংস্করণ ২০২০ সালে লঞ্চ করা হয় সেই একই ডিজাইন থাকছে এর বৈদ্যুতিক সংস্করণেও। ৭ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যাপেল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো সহ সমস্ত ধরনের সংযুক্তিকরণ প্রযুক্তি এতে উপলব্ধ রয়েছে। এমনকি Tiago EV তে দেওয়া হয়েছে মাল্টিমোড রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, যা সর্বপ্রথম Nexon EV Max এ দেখা গিয়েছিল।

এর পাশাপাশি ক্লাইমেট কন্ট্রোল, রেন সেন্সিং ওয়াইপার, অটোমেটিক হেডল্যাম্প, স্টার্ট/স্টপ বোতাম ও ক্রুজ কন্ট্রোল এই সমস্ত কিছুই থাকছে এতে। যাত্রীগণের সুরক্ষার্থে দেওয়া হয়েছে EBD সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, রিয়ার পার্কিং ক্যামেরা ও সিট বেল্ট রিমাইন্ডার।

Show Full Article
Next Story