MG Comet EV: তিন বছর পর বিক্রি করলে দামের 60% ফেরত, এক অফারেই হু হু করে বিকোচ্ছে গাড়ি

এপ্রিলে ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি Comet EV-র ব্লকবাস্টার এন্ট্রি ঘটিয়েছিল এমজি মোটর (MG Motor) বা মরিস...
SUMAN 18 July 2023 10:43 AM IST

এপ্রিলে ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি Comet EV-র ব্লকবাস্টার এন্ট্রি ঘটিয়েছিল এমজি মোটর (MG Motor) বা মরিস গ্যারাজেস। লঞ্চের পর থেকেই দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পায় এটি। গত মাসে গাড়িটির ১,১৮৪ ইউনিট বেচেছে সংস্থা। ফলে বর্তমানে এটি সংস্থার দ্বিতীয় সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়িতে পরিণত হয়েছে। ১১,০০০ টাকার বিনিময়ে সংস্থার সকল ডিলারশিপ ও অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা যাচ্ছে। MG Comet EV-র বর্তমান বাজার মূল্য ৭.৯৮ লাখ থেকে ৯.৯৮ লাখ টাকা (এক্স-শোরুম)। আসুন গাড়িটির জনপ্রিয়তার কারণ খোঁজা যাক।

MG Comet EV বাই-ব্যাক প্রোগ্রাম

গাড়িটি ভারতে বাই-ব্যাক প্রোগ্রামের আওতায় বিক্রি করে এমজি। অর্থাৎ গাড়ি কেনার পর ৩ বছর ব্যবহার করে, সেটি ফেরত দিতে পারবেন ক্রেতারা। বদলে মিলবে এক্স-শোরুম মূল্যের ৬০ শতাংশ টাকা। বিশেষজ্ঞদের মতে এই বাই-ব্যাক প্রোগ্রামের কারণেই দ্রুতগতিতে মতো বিকোচ্ছে গাড়িটি।

MG Comet EV : ফিচার্স ও স্পেসিফিকেশন

এমজি কমেট ইভি আইপি৬৭ রেটিং যুক্ত ১৭.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি সহ এসেছে। যা এক চার্জে ২৩০ কিমিাপথ (পরীক্ষিত রেঞ্জ) চলতে পারবে বলে দাবি করেছে এমজি। একটি টাইপ টু চার্জার দ্বারা কমেট ইভি-এর ব্যাটারি ১০-৮০% চার্জ করতে ৭ ঘন্টা সময় লাগবে। তবে ৩.৩ কিলোওয়াট চার্জারে ব্যাটারিটি ৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

ব্যাটারিতে আট বছর অথবা ১ লক্ষ ২০ হাজার কিমিঅ(যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে সংস্থা। ক্রেতারা এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং সার্ভিস প্যাকেজ সহ গাড়িটি কিনতে পারবেন, যার জন্য অতিরিক্ত ৫,০০০ টাকা দিতে হবে। অন্দরমহলে রয়েছে ডুয়েল ১০.২৬ ইঞ্চি ফ্লোটিং ডিসপ্লে। যার মধ্যে একটি ইনফোটেনমেন্ট ইউনিট এবং অপরটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। ইনফোটেনমেন্ট সিস্টেমটি ভয়েস কমান্ড সমর্থন করে।

এছাড়াও, গাড়িটি ৫৫টি কানেক্টেড ফিচার সমেত বেছে নেওয়া যায়। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে কানেক্টিভিটি সহ তিনটি ইউএসবি পোর্ট, ম্যানুয়াল এসি কন্ট্রোল, কিলেস এন্ট্রি, রিভার্স ক্যামেরা সেন্সর, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের সুবিধা পাবেন ক্রেতারা।

Show Full Article
Next Story