মারুতিকে টেক্কা দিতে টাটার নতুন সিএনজি গাড়ি, Tiago NRG CNG ভারতে লঞ্চ করল

মারুতিকে টেক্কা দিতে টাটা মোটরস (Tata Motors) তাদের সর্বাধিক বিক্রিত হ্যাচব্যাক গাড়ি Tiago-র সিএনজি (CNG) ভার্সন আগেই...
SUMAN 19 Nov 2022 7:36 PM IST

মারুতিকে টেক্কা দিতে টাটা মোটরস (Tata Motors) তাদের সর্বাধিক বিক্রিত হ্যাচব্যাক গাড়ি Tiago-র সিএনজি (CNG) ভার্সন আগেই লঞ্চ করেছিল। এবারে গাড়িটির NRG ভ্যারিয়েন্টের সিএনজি সংস্করণ নিয়ে এল টাটা। পেট্রোল মডেলের চাইতে যার দাম ৯০,০০০ টাকা বেশি। গ্রাহকরা নিকটবর্তী টাটার ডিলারশিপ থেকে গাড়িটির দুই সিএনজি ভ্যারিয়েন্ট বুকিং করতে পারবেন।

Tata Tiago NRG XT ও XZ-এর সিএনজি মডেল দুইয়ের মূল্য যথাক্রমে ৭.৪০ লক্ষ ও ৭.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এদিকে মডেল দুটির পেট্রোল ভার্সনের দাম ৬.৫০ লক্ষ ও ৬.৯০ লক্ষ টাকা। অর্থাৎ সিএনজি ভার্সনের সাথে পেট্রোল ভার্সনের দামের ফারাক ৯০,০০০ টাকা। সিএনজি ট্যাঙ্কের ক্যাপাসিটি ৬০ লিটার। আবার এতে উপস্থিত বুট স্পেস ক্রেতাদের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট।

Tata Tiago NRG CNG ইঞ্জিন

Tiago NRG CNG-তে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮৬ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। তবে সিএনজি মডেল থেকে ৭৩ পিএস শক্তি এবং ৯৫ এনএম টর্ক উৎপন্ন হবে।

Tata Tiago NRG CNG ফিচার্স

Tata Tiago NRG CNG-তে Tiago NRG-র সকল ফিচার উপলব্ধ। যেমন একটি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি কুল্ড গ্লোভবক্স, এবং হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট। অধিকন্তু স্টিয়ারিং কলামের নিকটে রয়েছে একটি ফুয়েল সুইচ বাটন এবং পেছনে আই-সিএনজি ব্যাজিং।

Show Full Article
Next Story