Tata Tigor EV: ভারতে লঞ্চ হল টাটার দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি, একচার্জে চলবে ৩০০ কিমি

ভারতের বাজারে আজ চলে এল টাটা মোটর্স (Tata Motors)-এর দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি Tigor EV। 2020 Tigor facelift ভার্সনের উপর...
SHUVRO 31 Aug 2021 1:38 PM IST

ভারতের বাজারে আজ চলে এল টাটা মোটর্স (Tata Motors)-এর দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি Tigor EV। 2020 Tigor facelift ভার্সনের উপর ভিত্তি করে Tigor EV তৈরি করা হয়েছে। XM, XZ+, ও XZ+ - এই তিনটি ভ্যারিয়েন্টে এসেছে Tigor EV। কোম্পানির অনলাইন পোর্টাল বা অথোরাইজড শোরুমে গিয়ে Tigor EV-এর বুকিং করা যাবে৷ বুকিংয়ের জন্য খরচ হবে ২১,০০০ টাকা।

Tata Tigor EV দাম

টাটা টিগর ইভি-এর এক্সই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১.৯৯ লক্ষ টাকা। অন্য দিকে, এক্সএম ও এক্সজেড+ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১২.৪৯ লক্ষ ও ১২,৯৯ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। টিগর ইভি গাড়ির এক্সজেড ভ্যারিয়েন্টটি ডুয়াল টোন কালার স্কিমেও অফার করা হচ্ছে, যার দাম পড়বে ১৩.১৪ লক্ষ টাকা। এছাড়া প্রত্যেকটি ভ্যারিয়েন্ট সিগনেচার টিল ও ডেটোনা গ্রে রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে।

Tata Tigor EV ড্রাইভিং রেঞ্জ, পাওয়ারট্রেন

টাটা টিগর ইভি-তে রয়েছে টাটার প্রথম বৈদ্যুতিক গাড়ি নেক্সন ইভি-এর জিপট্রন পাওয়ারট্রেন। ARAI-এর সার্টিফিকেশন অনুযায়ী, একবার চার্জ দিলে টিগর ইভি-তে চেপে পাড়ি দেওয়া যাবে ৩০৬ কিলোমিটার পথ। গাড়ির সর্বোচ্চ পাওয়ার আউটপুট ৫৫ কিলোওয়াট এবং টর্ক ১৭০ এনএম। মাত্র ৫.৭ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা গতি তুলতে পারবে টিগর ইভি। এই বৈদ্যুতিক গাড়িতে দেওয়া হয়েছে ২৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক।

ভারতের মতো আদ্র আবহাওয়ার দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি কতদিন টিকবে, তা নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। টিগর ইভি-র ক্ষেত্রে অন্তত এই চিন্তা থাকবে। কারণ সব রকম আবহাওয়ার সাথে মানিয়ে নিতে ব্যাটারি প্যাকটি IP67 রেটিং-সহ এসেছে। টিগর ইভি-র ব্যাটারি ও মোটরের উপর ৮ বছর বা ১.৬০ লাখ কিলোমিটারের ওয়্যারেন্টি দিয়েছে টাটা।

হোম চার্জারে ০-৮০ শতাংশ চার্জ হতে টিগর ইভি-র সময় লাগবে ৮.৫ ঘন্টা। আবার ১৫ ওয়াটের প্লাগের সাহায্যে একই পরিমাণ চার্জ হতে সময় নেবে ১ ঘন্টা।

Tata Tigor EV সেফটি রেটিং

টাটা টিগর ইভি ভারতের প্রথম বৈদ্যুতিক গাড়ি যা একটি সেফটি রেটিং পেয়েছে। ২টি স্ট্যান্ডার্ড এয়ারব্যাগ-সহ Global NCAP-এর ক্র্যাশ টেস্টে টিগর ইভি ৪ স্টার পেয়েছে। সুতরাং এই গাড়ি যথেষ্ট টেকসই ও মজবুত।

Tata Tigor EV ফিচার

টাটা টিগর ইভি-র ফিচারের মধ্যে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, আইএরএ কানেক্টেড টেকনোলজি, ৩০-এর উপর কানেক্টেড অপশন, মোবাইল চার্জিং পোর্ট, ক্রুজ কন্ট্রোল, এবং ৩১৬ লিটার বুট স্পেস উল্লেখযোগ্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story