নতুন বছরের আগেই বাড়ি আনুন Tata Tigor সেডান, 2.05 লক্ষ টাকা পর্যন্ত ছাড় এই মডেলে
টাটা টিগর গাড়িতে আছে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ 86PS পাওয়ার এবং 113Nm পিক টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটি 5-স্পিড ম্যানুয়াল এবং অপশনাল 5-স্পিড এএমটি এর সাথে যুক্ত করা হয়েছে।
টাটা মোটরস ডিসেম্বরে তাদের সেডান Tata Tigor গাড়ির উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। 2023 সালের টিগর মডেলের 2023 (MY2023) উপর লক্ষ লক্ষ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। অনেক টাটা ডিলারের কাছে এই গাড়ির MY2023 মডেলের স্টক রয়েছে। এই কারণেই স্টক খালি করতে এই গাড়ির উপর 2.05 লক্ষ টাকা ছাড় দেওয়া হচ্ছে। টিগরের প্রাথমিক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম 6 লক্ষ টাকা। ভারতের বাজারে টিগর, মারুতি ডিজায়ার, হুন্ডাই অরা, হোন্ডা অ্যামেজের সঙ্গে প্রতিযোগিতা করে।
Tata Tigor গাড়ি কিনুন 2.05 লক্ষ টাকা ছাড়ে
টাটার একাধিক ডিলারের কাছে টিগরের ইয়ার 2023 মডেলের কয়েকটি ইউনিট এখনও রয়েছে। এমন পরিস্থিতিতে পুরানো স্টক খালি করতে তারা এগুলির উপর 2.05 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। তবে টিগরের 2024 মডেলটি 25,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। গত মাসে গাড়িটির 5,319 ইউনিট বিক্রি হয়েছে।
Tata Tigor এর ফিচার, মাইলেজ ও ইঞ্জিন
টাটা টিগর গাড়িতে আছে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ 86PS পাওয়ার এবং 113Nm পিক টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটি 5-স্পিড ম্যানুয়াল এবং অপশনাল 5-স্পিড এএমটি এর সাথে যুক্ত করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে 5 স্পিড এমটি সহ সিএনজি কিট অপশন, যা 73PS পাওয়ার এবং 95Nm পিক টর্ক উৎপন্ন করে। পেট্রোল ভ্যারিয়েন্টের মাইলেজ 19.28 কিমি প্রতি লিটার এবং সিএনজি মডেলের মাইলেজ 28.06 কিমি / কেজি।
গাড়িটির ভিতরে 7 ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম, পুশ-বাটন স্টার্ট সহ আরও অনেক কিছু আছে। স্টপ, রেইন সেন্সিং ওয়াইপার এবং অটো-হেডলাইটের মতো ফিচারও এতে পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে রয়েছে ডুয়েল এয়ারব্যাগ, এবিএস উইথ ইবিডি এবং রিভার্সিং ক্যামেরা।
মনে রাখবেন, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম এবং সোর্সের মাধ্যমে খবর নিয়ে গাড়ির উপর ডিসকাউন্টের বিষয়ে আর্টিকেল পাবলিশ করি। আপনার শহর বা ডিলারের ভিত্তিতে এই ডিসকাউন্টের পরিমাণ বিভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে ডিসকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য ডিলারের থেকে আগেভাগে জেনে নেবেন।
টাটা টিগর গাড়িতে আছে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ 86PS পাওয়ার এবং 113Nm পিক টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটি 5-স্পিড ম্যানুয়াল এবং অপশনাল 5-স্পিড এএমটি এর সাথে যুক্ত করা হয়েছে।