Tesla ভারতে গাড়ি আনবে, আমেরিকায় মোদির সঙ্গে বৈঠকের পরেই সুখবর শোনালেন ধনকুবের ইলন মাস্ক

টেসলা (Tesla)-র ভারতে আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে মিটতে চলেছে। বিশ্বের বৈদ্যুতিক গাড়ির...
SUMAN 21 Jun 2023 11:53 AM IST

টেসলা (Tesla)-র ভারতে আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে মিটতে চলেছে। বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম সংস্থাটি এবারে অফিশিয়ালি ভারতে ব্যবসা শুরু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গতকাল মার্কিন সফরে গিয়েছেন। মঙ্গলবারই তিনি টেসলা কর্তা ইলন মাস্ক (Elon Musk)-এর সাথে বৈঠক করেন। তারপরই এই সুখবর পাওয়া গেল।

Tesla শীঘ্রই ভারতে ব্যবসা শুরু করতে পারে

ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবসা শুরু না করার মনস্থির করার পর অবশেষে নিজেদের অবস্থান থেকে পিছু হটলো টেসলা। গতকাল মোদি ও মাস্ক আমেরিকার নিউইয়র্কে বৈঠক করেন। মাস্কের কাছে জানতে চাওয়া হয় ভারতে মার্কিন সংস্থাটি তাদের প্রোডাক্ট লঞ্চ করবে কিনা? এই প্রশ্নের জবাবে মাস্ক যদিও টেসলার বর্তমান পরিকল্পনার কথা জানাননি। রয়টার্স সূত্রে জানানো হয়েছে, মাস্ক ভারতে কারখানা গড়ার পরিকল্পনার কথা মোদিকে জানিয়েছেন। গত মাসে টেসলার আধিকারিকদের একটি দল নতুন দিল্লিতে এই একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। সেসময়ও সরকারের কাছে মার্কিন সংস্থাটি ভারতের কারখানা গড়ার প্রস্তাব রেখেছিল।

মোদি সাথে বৈঠকের পর টেসলা কর্তা সাংবাদিকদের বলেন, “আমরা সময়ের আগে কোন ঘোষণা করতে চাই না। তবে ভারতে বিনিয়োগ দুই দেশের সম্পর্ককে মজবুত করবে।” মাস্কের সংযোজন, আগামী বছর তিনি ভারত ভ্রমণ করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। আশা করছি অদূর ভবিষ্যতে আমরা এ বিষয়ে ঘোষণা করতে পারব।”

ইভি ব্যাটারি এবং জোগান-শৃঙ্খলে চীনের ওপর নির্ভরতা কমাতে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়তে চায় টেসলা। নিজের জন্মভিটের পর চীন হচ্ছে টেসলার জন্য দ্বিতীয় বৃহত্তম বাজার। মে মাসের শেষের দিকে টেসলা কর্তা বলেছিলেন, তাঁদের সংস্থা এ বছরের মধ্যে নতুন কারখানা গড়ার পরিকল্পনা করছে। সেটি হতে পারে ভারতে।

এতদিন পর্যন্ত ভারতে বৈদ্যুতিক গাড়ির আমদানি ক্ষেত্রে উচ্চ শুল্কের কারণে ব্যবসা শুরু করেনি টেসলা। মাস্কের কথানুযায়ী, ভারত হল বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি টেকনোলজির সম্ভাব্যময় বাজার। বর্তমানে বিশ্ববাজারে সংস্থাটি Model 3, Model S, Model Y ও Model X-এর মতো গাড়িগুলি বিক্রি করে।

Show Full Article
Next Story