ভুল করেও কাছে ঘেঁষবেন না, বিশ্বের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ গাড়ির নাম জানলে সতর্ক হবেন
রাস্তাঘাটে সুরক্ষিতভাবে গাড়ি চালাতে গেলে চালককে অবশ্যই অভিজ্ঞ হতে হয়। মাইলের পর মাইলে রাস্তা কোনরকম ঝঞ্ঝাট ছাড়া পাড়ি...রাস্তাঘাটে সুরক্ষিতভাবে গাড়ি চালাতে গেলে চালককে অবশ্যই অভিজ্ঞ হতে হয়। মাইলের পর মাইলে রাস্তা কোনরকম ঝঞ্ঝাট ছাড়া পাড়ি দিতে গেলে স্টিয়ারিং হুইলের পেছনে বসে থাকা ব্যক্তিটির অভিজ্ঞতা কতটা জরুরী তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজকালকার দিনের গাড়িগুলিতে যতই অত্যাধুনিক সেফটি ফিচার থাকুক না কেন ড্রাইভারের মুহূর্তের ভুল বড়সড় দুর্ঘটনার সম্মুখীন করতে পারে। তাই এক্ষেত্রে মানুষের কার্যক্ষমতার উপরেই ভরসা রাখা ছাড়া গতি নেই। কিন্তু জানেন কি সারা বিশ্বে কোন সংস্থার গাড়ি সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে?
উত্তর শুনলে হতবাক হবেন অনেকেই। ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় গোটা বিশ্ব এক আলাদা ভাবমূর্তি রয়েছে ইলন মাস্কের সংস্থা টেসলার (Tesla)। আর এই সংস্থারই গাড়ি কিনা অন্যান্য সংস্থার তুলনায় বেশি পরিমাণে দুর্ঘটনাপ্রবণ। সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠান লেন্ডিং ট্রি-এর সমীক্ষায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তাদের খতিয়ে দেখা ২৯টি সংস্থার মধ্যে টেসলার গাড়ি সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার।
সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রতি ১০০০ জন ড্রাইভারের মধ্যে ২৩ জন টেসলা ড্রাইভার দুর্ঘটনার কবলে পড়েছেন। এই সমীক্ষা আমেরিকায় গাড়ি বিক্রি করা সংস্থাগুলির উপরই চালানো হয়েছে। তবে দুর্ঘটনা ঠিক কী কারণে ঘটেছে সেটা স্পষ্ট নয়। তবে কারণ যাই হোক না কেন এই সমীক্ষা সামনে আসার ফলে টেসলার ভাবমূর্তি যথেষ্ট ধাক্কা খেয়েছে। তার উপর অটোপাইলট প্রযুক্তিতে ত্রুটি থাকার জন্য প্রায় ২০ লক্ষ গাড়ি ফেরত চেয়ে পাঠিয়েছে।
প্রসঙ্গত, বিশ্বে বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার এতদিন ধরে একাধিপত্ব থাকলেও, এখন তাদেরকে কড়া টক্কর দিচ্ছে চীনের বিওয়াইডি (BYD)। কাউন্টারপয়েন্ট রিসার্চ সূত্রে খবর, বর্তমানে বিশ্ববাজারে ইলেকট্রিক ভেহিকেল মার্কেট উভয়ে সংস্থার দখলে রয়েছে ১৭ শতাংশ শেয়ার।