Tesla In India: টেসলার সমস্ত দাবি মেনে নেবে কেন্দ্র, কিন্তু শর্ত একটাই, যা জানাল Niti Aayog
ভারতে বৈদ্যুতিক গাড়ি আনতে আগ্রহী টেসলা (Tesla)-র সিইও ইলন মাস্ক (Elon Musk)। কিন্তু আমদানি করা গাড়ির (CBU) শুল্কের চড়া...ভারতে বৈদ্যুতিক গাড়ি আনতে আগ্রহী টেসলা (Tesla)-র সিইও ইলন মাস্ক (Elon Musk)। কিন্তু আমদানি করা গাড়ির (CBU) শুল্কের চড়া হার যে এখানে তাঁদের বৈদ্যুতিক গাড়ি আনার পথে অন্যতম অন্তরায়, তা খোলাখুলি বলেছিলেন টেসলা কর্তা নিজেই। গতকাল সূত্র মারফত জানা গিয়েছিল, কর হ্রাসের আর্জি নিয়ে গত মাসে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র দ্বারস্থ হয়েছিলেন টেসলার শীর্ষ নেতৃত্ব। দাবি-দাওয়া নিয়ে চলে রুদ্ধদ্বার বৈঠকে। আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না, সে বিষয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। তবে নীতি আয়োগ (Niti Aayog) জানিয়েছে, কর ছাড়ের আবেদন অবশ্যই মেনে নেওয়া হবে। কিন্তু তার আগে আমেরিকার সংস্থাটিকে ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে হাত দিতে হবে।
একটি কনফারেন্সে মন্তব্যটি করেন নীতি আয়োগের ভাইস চেয়্যারমান, রাজীব কুমার (Rajib Kumar)। তিনি টেসলার কাছে আর্জি জানিয়ে বলেন, তৈরি করা গাড়ি ভারতে রপ্তানী করার পরিবর্তে টেসলার উচিৎ এখানেই কারখানা গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা। এতে ভারতে বৈদ্যুতিক গাড়ির সহায়ক পরিবেশও সৃষ্টি হবে। কুমার আরও বলেছেন, "ভারতে এসে ম্যানুফ্যাকচার করো, তোমরা (টেসলা) শুল্কে যে ছাড় চাইছো, তা-ই দেওয়া হবে।"
প্রসঙ্গত, ভারতে গাড়ি আনার আগে টেসলা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সাময়িক ভাবে কর কমানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে। এখন ৪০ হাজার ডলার মূল্যের কম গাড়িতে ৪০ শতাংশ এবং তার বেশি মূল্যের গাড়িতে শুল্কের পরিমাণ প্রায় ১০০ শতাংশ। টেসলার দাবি, সেটা ৪০ শতাংশে নামিয়ে আনা হোক। কিন্তু এই নিয়ে মতভেদ রয়েছে সরকারের অন্দরে।
সংশ্লিষ্ট মহলের মতে, টেসলা একমাত্র বৈদ্যুতিক গাড়ি সংস্থা হলে কর ছাড় বিবেচনা করা যেত। কিন্তু এই খাতে ভারতে বিপুল লগ্নি করেছে নানা দেশীয় সংস্থা। ফলে টেসলাকে একা সুযোগ-সুবিধা দিলে আপত্তি উঠতে পারে। তাই আমদানি নয়! বরং ভারতেই সরাসরি গাড়ি তৈরি করুক সংস্থাটি, এমনটাই চাইছে সরকার।
কিন্তু টেসলা কর্তা ইলন মাস্কের বক্তব্য, প্রথমে তারা আমদানি করা গাড়ি বিক্রি করে ভারতে ব্যবসার সূচনা করতে চায়। তাতে সফল হওয়া জরুরি। তারপরই ভবিষ্যতে দেশে কারখানা গড়ার বিষয়ে ভাববে তাঁর সংস্থা। অথচ এই ভাবনার বিপরীতে কেন্দ্র। ভারতের যে শুল্ক কাঠামো তাতে ব্যবসা করা লাভজনক হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা। টেসলা ঠিক সেই কথাই সরকারকে বোঝানোর চেষ্টা করছে।