Lucid Air: পাওয়ার ও স্পিডে অদ্বিতীয়, টেসলাকে কুপোকাত করতে আসছে নতুন ইলেকট্রিক গাড়ি

এক বা দুই নয়, তিন তিনটি মোটর দিয়ে বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসার ঘোষণা করল মার্কিন সংস্থা লুসিড (Lucid)‌। তাদের Air...
techgup 19 Aug 2022 4:34 PM IST

এক বা দুই নয়, তিন তিনটি মোটর দিয়ে বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসার ঘোষণা করল মার্কিন সংস্থা লুসিড (Lucid)‌। তাদের Air ইলেকট্রিক সেডানের নতুন ভ্যারিয়েন্ট হিসাবে আজ আত্মপ্রকাশ করবে এটি। দাবি করা হয়েছে, সেটি গাড়িটির সবচেয়ে দ্রুততম ভার্সন হবে। যার কৃতিত্ব অবশ্যই Lucid Air-এর নতুন মোটর ত্রয়ীর প্রাপ্য। ইতিমধ্যেই সংস্থার তরফে টিজার প্রকাশ করে গাড়িটির বিভিন্ন অংশ দেখানো হয়েছে।

প্রসঙ্গত, তিন মোটরযুক্ত লুসিড এয়ার গত বছরের সেপ্টেম্বর থেকেই খবরে ছিল। যখন ৯.২ সেকেন্ডে কোয়ার্টার মাইল দৌড়নো এর প্রোটোটাইপ মডেল দেখানো হয়েছিল। প্রোডাকশন বা চূড়ান্ত মডেলটি অবশ্য প্রকাশ্যে আনতে প্রায় দু'বছর লেগে গেল লুসিডের। লঞ্চের পর Tesla Model S Plaid-এর সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হবে এটি।

টিজার ভিডিয়োতে ইঙ্গিত, লুসিড এয়ারের নয়া ভ্যারিয়েন্টের এলইডি টেললাইটে পরিবর্তন থাকছে। পারফরম্যান্সের উপর বেশি ফোকাস করার জন্য বডি কিটের ডিজাইনেও নতুনত্ব চোখে পড়বে‌‌। টিজারে অবশ্য এক্সটেরিয়র স্পষ্ট করেনি লুসিড। চমক বজায় রাখতে সবটাই আবছা রাখা হয়েছে। গাড়িটির ডুয়াল মোটর রিয়ার অ্যাক্সেল থেকে ১,৩৪১ হর্সপাওয়ার উৎপন্ন হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। আর সামনের মোটর ধরলে সম্মিলিত ক্ষমতা হতে পারে ১,৬০৯ এইচপি।

এর ফলে Tesla Model S Plaid এর থেকেও বেশি শক্তিশালী ও দ্রুত হবে Lucid Air এর নতুন ভ্যারিয়েন্ট। এটি ২ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে সক্ষম হবে। উল্লেখ্য, এখন গাড়িটির ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্ট হল গ্র্যান্ড ট্যুরিং পারফরম্যান্স। যার পাওয়ার ১,০৫০ এইচপি। নতুন ভার্সনটি টেসলার সাথে লড়াইয়ে লুসিডকে অনেকটাই এগিয়ে রাখবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।

Show Full Article
Next Story