ভারতে আসার আগেই ইলন মাস্কের চমক! গাড়ির দাম কমানোর ঘোষণা করল Tesla

ভারতে টেসলার (Tesla) আগমনের দামামা বেজে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই জগৎ বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা...
SUMAN 22 April 2024 2:23 PM IST

ভারতে টেসলার (Tesla) আগমনের দামামা বেজে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই জগৎ বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা অফিসিয়ালি কিছু না জানালেও বিগত বেশ কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারা। এদেশে লঞ্চের আগে একসাথে তিন তিনটি গাড়ির দাম কমিয়ে দিল ধনকুবের ইলন মাস্কের কোম্পানি। এগুলি হল – Model Y, Model X এবং Model S। গাড়িগুলির মডেল পিছু দাম 2,000 ডলার (প্রায় 1.67 লক্ষ টাকা) কমানো হয়েছে। যা ভারতে টেসলাপ্রেমীদের কাছে সুখবর বলা চলে।

Model Y, Model X এবং Model S-এর দাম কমালো Tesla

গাড়ির দাম হ্রাস বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ এই মাসে মাস্কের ভারত ভ্রমণের কথা চাউর হয়েছিল। যদিও পরবর্তীতে তা স্থগিতের খবর প্রকাশ্যে আসে। ভারতে এসে তিনি 200-300 কোটি ডলার বিনিয়োগের খবর ঘোষণা করতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বর্তমানে Model Y-এর রিয়ার হুইল ড্রাইভ যুক্ত বেস ভার্সনের দাম 42,990 ডলার (প্রায় 35.84 লক্ষ টাকা) থেকে শুরু। আবার এর লং রেঞ্জ এবং পারফরম্যান্স মডেলের মূল্য যথাক্রমে 47,990 ডলার (প্রায় 40 লক্ষ টাকা) ও 51,490 ডলার (প্রায় 42.92 লক্ষ টাকা)। অন্যদিকে, Model S-এর ডুয়েল মোটর অল হুইল ড্রাইভ এবং ট্রাই মোটর প্লেইড ভার্সনের দাম যথাক্রমে 72,990 ডলার (প্রায় 60.85 লক্ষ টাকা) ও 87,990 ডলার (প্রায় 73.35 লক্ষ টাকা)।

এছাড়া, Model X-এর ডুয়েল মোটর অল হুইল ড্রাইভ এবং ট্রাই মোটর প্লেইড ভার্সন কিনতে খরচ পড়ে যথাক্রমে 77,990 ডলার (প্রায় 65.01 লক্ষ টাকা) ও 92,990 ডলার (প্রায় 77.52 লক্ষ টাকা)। উল্লেখ্য, টেসলার উত্তর আমেরিকা বিভাগ এক্স-এ একটি পোস্ট করে জানিয়েছে, আগামী 30 এপ্রিল, 2024 থেকে তারা রেফারেল প্রোগ্রাম বেনিফিট সমাপ্ত করতে চলেছে। অর্থাৎ এবার থেকে কোন বিদ্যমান গ্রাহকের রেফারেন্সে গাড়ি কিনলে অতিরিক্ত ইনসেন্টিভ পাওয়া যাবে না।

Show Full Article
Next Story