আমেরিকা সফরের আগেই মোদির ম্যাজিক! ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে Tesla

অবশেষে টেসলা (Tesla) ভারতে ইলেকট্রিক গাড়ির ব্যবসা পাকা করার পথে এগোল। বুধবার অর্থাৎ গতকাল কেন্দ্রীয় সরকারের সঙ্গে...
SUMAN 18 May 2023 10:55 AM IST

অবশেষে টেসলা (Tesla) ভারতে ইলেকট্রিক গাড়ির ব্যবসা পাকা করার পথে এগোল। বুধবার অর্থাৎ গতকাল কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ভারতে কারখানা গড়ার প্রস্তাব দিয়েছে। ভারতের বাজারে বিক্রির পাশাপাশি গাড়িগুলি এখান থেকে অন্যান্য দেশগুলিতে রপ্তানির ইচ্ছাপ্রকাশ করেছে সংস্থা। গত বছর রপ্তানি শুল্ক কমানোর দাবিতে সওয়ার করে আসছিল টেসলা। ভারতে গাড়ি আনার শর্ত ছিল এটাই। কিন্তু দেশে স্থানীয়ভাবে গাড়ি উৎপাদন না করলে সুযোগ-সুবিধা মিলবে না বলে বার্তা এসেছিল সরকারের তরফে। এরপর প্রায় বছরখানেক এ বিষয়ে কোনো রা না কাটলেও, আচমকাই সরকারের সঙ্গে বৈঠকে ওই প্রস্তাব রাখল টেসলা।

Tesla ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরির প্রস্তাব দিল

এদেশে গাড়ি আমদানি করলে বর্তমানে ৬০-১০০% পর্যন্ত কর নেওয়া হয়ে থাকে। ফলে গাড়ির দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কায় টেসলা মোদি সরকারের কাছে রপ্তানি কর কমানোর আর্জি জানিয়েছিল। প্রত্যুত্তরে কেন্দ্র টেসলাকে এদেশেই কারখানার নির্মাণ করে গাড়ি বিক্রির প্রস্তাব দেয়। আর এতেই দুই পক্ষের মধ্যে চাপা বিরোধ দেখা দেয়। নিজের জায়গা থেকে সরে আসার প্রবণতা কোনো পক্ষই দেখায়নি। অবশেষে টেসলাই ভারতে ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করল।

রয়টার্স সূত্রে খবর, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরের আধিকারিক এবং অন্যান্য মন্ত্রীর সাথে বৈঠকে বসে টেসলার প্রতিনিধিরা। যদিও বৈঠকে আলোচনার প্রসঙ্গে কিছুই জানায়নি সংস্থাটি। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। অর্থাৎ বিভিন্ন সংস্থাকে এদেশের মাটিতেই পণ্য উৎপাদন করে ব্যবসা করার বার্তা দেওয়া হয়। কিন্তু টেসলার দাবি ছিল, প্রথমে ভারতে আমদানি করা গাড়ি বিক্রি করে বাজার পরখ করে নেওয়া জরুরী।

ভারতে গাড়ি আমদানি শুল্কের প্রসঙ্গে টেসলা কর্তা ইলন মাস্ক জানান, পৃথিবীর মধ্যে এটি সর্বাধিক। তাই বছর খানেক কোনো কার্যকর সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি তারা। এর আগে টেসলা এদেশে একটি দল গঠন করেছিল, যাদের কাজ ছিল শোরুম খোলার জন্য জায়গা শনাক্ত করবে। কিন্তু এই কাজ পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়। বস্তুত, জুনে মোদির আমেরিকা সফরের আগেই টেসলার এদেশে গাড়ি কারখানা তৈরির প্রস্তাব বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে কারখানা গড়ার জন্য কোন রাজ্যকে বেছে নেবে তারা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Show Full Article
Next Story