শীঘ্রই ভারতে আসছে টেসলার গাড়ি? দিল্লিতে শোরুমের জন্য জায়গা খোঁজা শুরু করল ইলন মাস্কের সংস্থা
দিল্লি-এনসিআর এলাকায় নতুন শোরুম খুঁজছে মার্কিন সংস্থা Tesla। অপারেশনাল পরিকল্পনার জন্য DLF-এর সাথে আলোচনা করছে বলে জানা গিয়েছে।
ভারতে Tesla-এর আগমন নিয়ে এখনও জল্পনা অব্যাহত। তবে তার মাঝে এক রিপোর্টে দাবি, দিল্লি-এনসিআর এলাকায় নতুন শোরুম খুঁজছে মার্কিন সংস্থা। এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় সংস্থা DLF। দেশে এখনও ছাড়পত্র পায়নি টেসলা। ইলেকট্রিক গাড়ি নির্মাতার আসা নিয়ে এর আগে প্রচুর আলোচনা-বৈঠক হয়েছে কেন্দ্রীয় স্তরে। শেষবার দেশে আসার পরিকল্পনা স্থগিত করে সংস্থাটি।
চলতি বছর এপ্রিলে ভারত সফর বাতিল করেন সংস্থার কর্ণধার ইলন মাস্ক। এই সফরে তিনি ২ থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই রূপরেখা প্রকাশ হয়নি। জানা যায়, ১০ শতাংশ কর্মী ছাঁটাই করার জন্য এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
এবার রয়টার্সের এক সূত্র দাবি করেছে দিল্লি-এনসিআর এলাকায় নতুন শোরুম খুঁজছে টেসলা। নজরে রয়েছে দক্ষিণ দিল্লির ডিএলএফ অ্যাভিনিউ মল এবং গুরুগ্রামের সাইবার হাব। ইতিমধ্যে ডিএলএফ-এর সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছে মার্কিন সংস্থাটি। ভারতে নয়া পরিকল্পনা নিয়ে টেসলা আগমনের, যা একটি বড় ইঙ্গিত হতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি সূত্র প্রকাশ করেছে, যে যানবাহন সরবরাহ এবং পরিষেবা দেওয়ার জন্য একটি বৃহত্তর সুবিধার পাশাপাশি, ভোক্তা অভিজ্ঞতা কেন্দ্র হিসাবে ৩,০০০ থেকে ৫,০০০ বর্গফুট শোরুমের সন্ধান করছে টেসলা।
প্রসঙ্গত, ইলেকট্রিক গাড়ির বাজারকে উৎসাহ করতে ইতিপূর্বে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ভর্তুকি ও নানা ছাড় দেওয়া হচ্ছে সংস্থাগুলিকে। আমেরিকা, চীনের মতো ইলেকট্রিক গাড়ির বাজার গড়ে তুলতে, এখনও বিরাট বিনিয়োগ এবং গ্রাহকদের ইভির প্রতি চিন্তাভাবনা বদলের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে টেসলার মতো আন্তর্জাতিক ইভি সংস্থা।
দিল্লি-এনসিআর এলাকায় নতুন শোরুম খুঁজছে মার্কিন সংস্থা Tesla। অপারেশনাল পরিকল্পনার জন্য DLF-এর সাথে আলোচনা করছে বলে জানা গিয়েছে।