Montra Electric: বৈদ্যুতিক অটোর জগতে বিপ্লব, স্বতন্ত্র ডিজাইনের সাথে মজবুত গঠন, এক চার্জে 197 কিমি
মুরুগাপ্পা গোষ্ঠী (Murugappa Group)-র মালিকানাধীন টিউব ইনভেসমেন্টস অফ ইন্ডিয়ার অধীনস্থ টিআই ক্লিন মোবিলিটি (TI Clean...মুরুগাপ্পা গোষ্ঠী (Murugappa Group)-র মালিকানাধীন টিউব ইনভেসমেন্টস অফ ইন্ডিয়ার অধীনস্থ টিআই ক্লিন মোবিলিটি (TI Clean Mobility) ভারতে তাদের প্রথম ইলেকট্রিক থ্রি-হুইলার লঞ্চ করল। Montra Electric নামে বৈদ্যুতিক অটোরিকশাটি গতকাল ভারতীয় বাজারে পা রেখেছে। লাস্ট মাইল ডেলিভারির ক্ষেত্রেও ব্যবহার্য এই দূষণহীন তিন চাকার হাত ধরেই ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় আগমন ঘটল সংস্থার। স্বতন্ত্র ডিজাইন, দারুণ পারফরম্যান্স এবং মজবুত গঠন ইলেকট্রিক রিকশাটির ইউএসপি বলে দাবি করেছে টিআই ক্লিন মোবিলিটি।
Montra Electric গাড়িটি সংস্থার চেন্নাইয়ের আম্বাতুরের কারখানায় তৈরি হয়েছে। প্রাথমিক পর্যায়ে কেবল দক্ষিণ ভারতের গ্রাহকরাই এটি কিনতে পারলেও, ধীরে ধীরে সমগ্র দেশেই গাড়িটি উপলব্ধ হবে বলে জানিয়েছে টিআই ক্লিন মোবিলিটি। সকল প্রকার ভর্তুকি ধরে গাড়িটির দাম ৩.০২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। আগামীতে সমগ্র দেশে সংস্থার একশোর অধিক ডিলারশিপ থেকে ই-রিকশাটি কেনা যাবে।
মন্ত্রা ইলেকট্রিক থ্রি-হুইলারটি একটি ১০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ এসেছে। যার রেঞ্জ ১৯৭ কিমি। তবে বাস্তবে প্রায় ১৫৫ কিমি চলতে পারবে বলে জানা গেছে। ইলেকট্রিক মোটরটি ৬০ এনএম আউটপুট এবং ঘন্টায় ৫৫ কিমি সর্বোচ্চ গতিবেগ দেবে। যানজট এবং ট্রাফিক সিগনালে সাবলীলভাবে যাতে চলতে পারে সেজন্য এতে একাধিক ড্রাইভিং মোড এবং পার্ক অ্যাসিস্ট মোড অফার করা হয়েছে।
বৈদ্যুতিক রিকশাটির প্রসঙ্গে সংস্থার এমডি কেকে পাল বলেন, “সুরক্ষা এবং সহনশীলতায় আমাদের সর্বাধিক গুরুত্ব। Montra Electric থ্রি-হুইলারটি গ্রাহকদের মন জিতে নিতে অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে তৈরি হয়েছে।” তিনি জানান এতে গাড়ির মতো সিট এবং উন্নত কুসান দেওয়া হয়েছে। প্রসঙ্গত, Montra Electric-এর পর টিআই ক্লিন মোবিলিটি একটি ট্রাক্টর এবং ভারী বাণিজ্যিক গাড়ি লঞ্চের পরিকল্পনা করছে। এমনকি তারা কার্গো সেক্টরে ইলেকট্রিক রিকশা লঞ্চের কথাও ভাবছে। এজন্য তারা ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে।