Hindustan Petroleum এর পেট্রল পাম্পে এবার ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা

পেট্রল পাম্পে গিয়ে প্রথাগত জ্বালানিতে চলা গাড়িতে তেল ভরার পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনও পারবেন চার্জ দিতে। দেশে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়তেই রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা কমাতে…

পেট্রল পাম্পে গিয়ে প্রথাগত জ্বালানিতে চলা গাড়িতে তেল ভরার পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনও পারবেন চার্জ দিতে। দেশে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়তেই রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা কমাতে নিজেদের পাম্পে চার্জিং স্টেশন ইন্সটল করা শুরু করেছে নানা তেল সংস্থা। তাদের মধ্যে অন্যতম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্তান পেট্রলিয়াম বা এইচপিসিএল (HPCL)।

সংস্থাটি টিরেক্স ট্রান্সমিশন বলে এক ইভি চার্জিং সলিউশন সরবরাহকারী তাদের ফুয়েল রিফিলিং স্টেশনে ষাটের বেশি ইলেকট্রিক ভেহিকেল চার্জার স্থাপনের বরাত দিয়েছে। আপাতত গুজরাত এবং রাজস্থানে এইচপিসিএলের পেট্রল পাম্পে বসানো হবে সেগুলি। উল্লেখ্য, এরা পূর্বে এনটিপিসি, পাওয়ার গ্রিড কর্পোরেশন, অশোক লেল্যান্ড-সহ নানা কোম্পানিকে চার্জার সরবরাহ করেছে।

দুই সংস্থার মধ্যে লিখিত চুক্তি অনুযায়ী, প্রকল্পটিতে দু’ধরনের ডিসি ফাস্ট চার্জার সরবরাহ করবে টিরেক্স। ২৫-৩০ কিলোওয়াটের মধ্যে সিঙ্গেল কানেক্টর-সহ CCS2 এবং ৫০-৬০ কিলোওয়াটের অন্য টাইপের চার্জার। যা প্রয়োজন মতো পরে নির্ধারণ করা হবে। এগুলি বর্তমানে ভারতে বিক্রিত প্রতিটি সংস্থার নতুন প্রজন্মের ইলেকট্রিক গাড়িকে সমর্থন করবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশে বৈদ্যুতিক যানবাহনের প্রসার বাড়াতে হলে এই ধরনের গাড়ি চার্জ দেওয়ার পরিকাঠামোর  উন্নয়ন যে আগে প্রয়োজন, তা ভালভাবেই উপলব্ধি করছে কেন্দ্রীয় সরকার‌। ফলে স্টার্টআপদের নিজ উদ্যোগে বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানদের কোনও বেসরকারি সংস্থার সাথে গাঁটছড়া মিলিয়ে জনসাধারণের জন্য পাবলিক চার্জিং স্টেশন গড়ে তোলার বার্তা দিয়ে আসছে মোদি সরকার।