Car Sales: ফেব্রুয়ারিতে আশা জাগিয়ে বাড়ল গাড়ির বিক্রি, খুশি টাটা থেকে মারুতি সবাই
বেশ কয়েক বছর বাদে ভারতের প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে পুনরায় ঘুরে দাঁড়াল। কোভিড-১৯ অতিমারির কামড় ও সেমিকন্ডাক্টর...বেশ কয়েক বছর বাদে ভারতের প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে পুনরায় ঘুরে দাঁড়াল। কোভিড-১৯ অতিমারির কামড় ও সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতার কারণে গাড়ি শিল্পে যে ঝিমুনি এসেছিল তা অবশেষে ঝেড়ে ফেলা গেল। ফেব্রুয়ারিতে হাঁকিয়ে বিকোলো যাত্রীবাহী গাড়ি। পরিসংখ্যান বলছে, গত মাসে দেশে ৩,৩০,১০৭টি নতুন গাড়ি বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, ২০২৩-এর ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ২,৯৩,৮০৩টি গাড়ি। ফলে মোটের উপর চাহিদা বেড়েছে ১২.৩৫%।
গাড়ি বিক্রিতে সবার থেকে এগিয়ে Maruti Suzuki
বরাবরের মতো সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করে তালিকার শীর্ষস্থান অর্জন করেছে Maruti Suzuki। গত মাসে ইন্দো জাপানি সংস্থাটি ১,৩১,১৯১ ইউনিট বেচেছে। এক বছর আগে ওই সময়ে ১,২০,৩৮১ ইউনিট বিক্রি হওয়ায় এবারে তাদের অগ্রগতি ঘটেছে ৮.৯৮%। ৪৬,৪৬৪ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে Hyundai-এর নাম।
লিস্টে তিন নম্বরে বিরাজমান Tata Motors। এ বছরের দ্বিতীয় মাসে সংস্থার ৪৪,৭৮৪টি যাত্রী গাড়ি বিক্রি হয়েছে। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে টাটাদের অন্যতম প্রতিপক্ষ Mahindra। এরা বিক্রি করতে পেরেছে ৩৮,০৭১টি এসইউভি। পরবর্তী স্থানে Kia। ২০২৪-এর ফেব্রুয়ারিতে এদের বিক্রি হয়েছে মোট ২০,৩৫৭টি গাড়ি।
তালিকার ষষ্ঠ স্থানে Toyota। আগের মাসে মোট ১৯,৪৯৮ জন ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দিতে পেরেছে জাপানি সংস্থাটি। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, আগের বছরে এই মাসে সংস্থা বিক্রিবাটার পরিমাণ ছিল ১২,৮১৯ ইউনিট। ফলে এবারের বিক্রিতে উত্থান ঘটেছে ৫২.১০%। এরপর যে সংস্থা তালিকায় জায়গা করতে পেরেছে সেটি হল Honda। তাদের ৬,৫৯৭ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে।
গত মাসে ৫,৬৯০ ইউনিট গাড়ি বিক্রির মাধ্যমে তালিকার আট নম্বরে উঠে এসেছে Skoda Auto VW India। তবে গত বছর ফেব্রুয়ারিতে ৬,৯৭১ ইউনিট বিক্রি হওয়ায় ফলে এবার পতন ঘটেছে ১৮.৩৮%। আর সবশেষে নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে MG Motor ও Renault। গত মাসে যথাক্রমে মোট ৩,৭৩৮ ও ৩,৫৬৮টি প্যাসেঞ্জার গাড়ি বেচেছে সংস্থাদ্বয়।