টাটা-হুন্ডাইদের পুরো ধুয়ে দিল Maruti, দেশের সর্বাধিক বিক্রিত 10টি গাড়ির মধ্যে তাদেরই 8টি

বাঙালির সেরা উৎসব দূর্গা পুজো শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দোকানে কেনাকাটায় ঢল নেমেছে। কেবল জামাকাপড়ের...
SUMAN 13 Sept 2023 6:19 PM IST

বাঙালির সেরা উৎসব দূর্গা পুজো শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দোকানে কেনাকাটায় ঢল নেমেছে। কেবল জামাকাপড়ের দোকানেই ভিড় তেমন নয়, পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের বিক্রি। দেশজুড়ে উৎসবের মরসুম শুরু হওয়ার আগে আগস্ট থেকেই যার প্রভাব পড়তে দেখা গিয়েছে। গত মাসে ভারতে সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। যেখানে অন্যান্য কোম্পানিকে এক কথায় ধুয়ে দিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। প্রথম দশের মধ্যে আটটিই ইন্দো-জাপানি সংস্থার গাড়ি ঠাঁই পেয়েছে। চলুন তালিকাটি এক নজরে দেখে নেওয়া যাক।

বর্তমানে দেশের বেস্ট-সেলিং গাড়ি Maruti Suzuki Swift

গত মাসে Maruti Suzuki Swift দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কিনে নিয়েছেন। এর বিক্রির পরিমাণ ছিল ১৮,৬৫৩ ইউনিট। তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে Maruti Suzuki Baleno। গত মাসে গাড়িতেই মোট ১৮,৫১৬ সংখ্যক ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। আবার ১৫,৫৭৮ ইউনিট বেচাকেনার মাধ্যমে তৃতীয় স্থান ছিনিয়ে নিয়েছে Maruti Suzuki WagonR।

Maruti Suzuki Brezza তালিকার চার নম্বরে স্থান পেয়েছে। আগস্ট মাসে এটির মোট ১৪,৫৭২ ইউনিট বিক্রি হয়েছে। পঞ্চম স্থানটি বাকিদের থেকে কেড়ে নিয়েছে Tata Punch। এটি বর্তমানে দেশের দ্বিতীয় বেস্ট-সেলিং সাব-কম্প্যাক্ট এসইউভি। গাড়িটি মোট ১৪,৫২৩ ক্রেতার সন্ধান পেয়েছে। তালিকার পরবর্তী স্থানে বিরাজমান Hyundai Creta। আগের মাসে মোট ১৩,৮৩২ ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দিতে পেরেছিল হুন্ডাই।

সপ্তম স্থানে জায়গা পেয়েছে Maruti Suzuki Dzire। গত মাসে এটি মোট ১৩,২৯৩ ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। আট নম্বরে জায়গা পেয়েছে Maruti Suzuki Ertiga। গাড়িটি মোট ১২,৩১৫ ইউনিট বিক্রি হয়েছে আগের মাসে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Maruti Suzuki Fronx ও Maruti Suzuki Eeco। এদের বেচাকেনার পরিমাণ ছিল যথাক্রমে ১২,১৬৪ ও ১১,৮৫৯ ইউনিট।

Show Full Article
Next Story