পুজোর বাজারে বিক্রিতে এক নম্বরে এই গাড়ি, Baleno বা Swift নয়, নাম বলতে পারবেন?

শারদীয়া উৎসব সদ্য শেষ হয়েছে। রাত পোহালেই গোটা দেশ কালিকা বন্দনার মধ্যে দিয়ে আলোর রোশনাই দীপাবলিতে মেতে উঠবে। এরই মাঝে পুজোর মাসে দেশে গাড়ি বিক্রির…

শারদীয়া উৎসব সদ্য শেষ হয়েছে। রাত পোহালেই গোটা দেশ কালিকা বন্দনার মধ্যে দিয়ে আলোর রোশনাই দীপাবলিতে মেতে উঠবে। এরই মাঝে পুজোর মাসে দেশে গাড়ি বিক্রির পরিসংখ্যান সামনে এল। Maruti Suzuki, Hyundai, Tata, Mahindra সহ প্রতিটি সংস্থা উৎসবের আমেজকে কাজে লাগিয়ে বিক্রি বাড়িয়ে নিতে পেরেছে। অক্টোবরে দেশের মধ্যে সর্বাধিক বিক্রিত গাড়ির মধ্যে ছ’টিই মারুতি সুজুকির। আবার মারুতিকে হারিয়ে বেস্ট সেলিং এসইউভির তকমা জিতে নিয়েছে Tata Nexon।

অক্টোবরে মাসে ভারতের প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে মোট ৩,৯১,৪৭২ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। গত বছর একই সময়ে যেখানে বেচাকেনার অঙ্ক ছিল ৩,৩৬,৬৭৯ ইউনিট। ফলে এক বছরের ব্যবধানে দেশজুড়ে গাড়ির চাহিদায় ১৬.৩% উত্থান ঘটেছে। চলুন গত মাসে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া দশটি গাড়ির নাম জেনে নিই।

দেশের বেস্ট-সেলিং গাড়ি Maruti Suzuki WagonR

গত মাসে Maruti Suzuki WagonR দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কিনে নিয়েছেন। বিক্রি হয়েছে ২২,০৮০ ইউনিট। তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে Maruti Suzuki Swift। গত মাসে সুইফটের ২০,৫৯৮টি মডেল বেচেছে মারুতি। ১৬,৮৮৭ ইউনিট সেলসের মাধ্যমে তৃতীয় স্থান ছিনিয়ে নিয়েছে Tata Nexon। এটি বর্তমানে দেশের বেস্ট-সেলিং এসইউভি।

Maruti Suzuki Baleno তালিকার চার নম্বরে এবং গত মাসে ১৬,৫৯৪ ইউনিট বিক্রি হয়েছে। পঞ্চম স্থানটি কেড়ে নিয়েছে Maruti Suzuki Brezza। অক্টোবরে ১৬,০৫০টি মডেল বেচেছে মারুতি। ছ’নম্বরে Tata Punch। আগের মাসে ১৫,৩১৭ ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিতে পেরেছে Tata।

সপ্তম স্থানে একমাত্র সেডান হিসাবে জায়গা পেয়েছে Maruti Suzuki Dzire। গত মাসে বিক্রি হয়েছে ১৪,৬৯৯টি। একমাত্র এমপিভি হিসাবে আট নম্বরে Maruti Suzuki Ertiga। আগের মাসে গাড়িটি মোট ১৪,২০৯ ইউনিট বিক্রি হয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Mahindra Scorpio ও Hyundai Creta। বিক্রি হয়েছে যথাক্রমে ১৩,৫৭৮ ও ১৩,০৭৭ ইউনিট।