দেশের 10টি সর্বাধিক বিক্রিত হ্যাচব্যাক গাড়ি, তালিকায় অর্ধেক মডেলই Maruti Suzuki-র
ভারতে হ্যাচব্যাক গাড়ির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কারণ ভেতরে এসইউভি (SUV)-র তুলনায় জায়গা কম থাকলেও এতে ভালো মাইলেজ...ভারতে হ্যাচব্যাক গাড়ির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কারণ ভেতরে এসইউভি (SUV)-র তুলনায় জায়গা কম থাকলেও এতে ভালো মাইলেজ মেলে। আবার সস্তার পাশাপাশি আধুনিক ফিচার দ্বারা সজ্জিত হয়ে আসে গাড়িগুলি। অন্যান্য মাসের মত জুলাইয়েও এদেশে হ্যাচব্যাক মডেলের বিক্রিতে জোয়ার দেখা গেছে। আগের মাসে এ দেশে সর্বাধিক বিক্রিত প্রথম ১০টি হ্যাচব্যাক গাড়ির তালিকা তুলে ধরা হল।
Maruti Suzuki Alto K10
Alto K10-এর বর্তমান বাজার মূল্য ৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। জুলাই ২০২৩-এ এটি ৭,০০৯ ইউনিট বিক্রি হয়েছে।
Maruti Suzuki Celerio
আগের মাসে মারুতি সুজুকি তাদের অন্যতম সস্তা গাড়ি Celerio-র ২,৮৯৩ ইউনিট বিক্রি করতে পেরেছে। এটি কিনতে এখন ৫.৩৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে।
Maruti Suzuki WagonR
Maruti Suzuki WagonR-এর এখন বাজার দর ৫.৫৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এ বছর জুলাইয়ে গাড়িটি মোট ১২,৯৭০ নতুন ক্রেতার সন্ধান পেয়েছে।
Tata Tiago
Tata Tiago আগের মাসে মোট ৮,৯৮২ ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। গাড়িটি বর্তমান বাজার মূল্য ৫.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
Hyundai Grand i10 NIOS
Hyundai-এর এন্ট্রি লেভেল হ্যাচব্যাক মডেল Grand i10 NIOS-এর দাম ৫.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আগের মাসে মোট ৫,৩৩৭ ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিতে পেরেছে টাটা।
Maruti Suzuki Swift
মারুতি সুজুকির প্রিমিয়াম হ্যাচব্যাক মডেল Swift-এর বর্তমান মূল্য ৫.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গত মাসে মোট ১৭,৮৯৬ গ্রাহক গাড়িটি বাড়ি নিয়ে এসেছেন।
Maruti Suzuki Baleno
মারুতির নেক্সা শোরুম থেকে বিক্রি হওয়া হ্যাচব্যাক গাড়ি Baleno-এর এখন দাম ৬.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আগের মাসে গাড়িটির মোট ১৬,৭২৫ ইউনিট বিক্রি করতে পেরেছে মারুতি সুজুকি।
Toyota Glanza
টয়োটার অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক মডেল Glanza কিনতে বর্তমানে ৬.৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে। আগের মাসে গাড়িটি মোট ৪,৯০২ নতুন ক্রেতার মুখ দেখেছে।
Tata Altroz
ভারতের হ্যাচব্যাক দুনিয়ায় Tata Altroz একটি অতি জনপ্রিয় নাম। গাড়িটি কিনতে বর্তমানে খরচ পড়ে ৬.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এ বছর জুলাইয়ে এটির মোট ৭,৮১৭ ইউনিট বিক্রি হয়েছে।
Hyundai i20
হুন্ডাইয়ের প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি হিসেবে বাজারে সুখ্যাতি অর্জন করেছে Hyundai i20। আগের মাসে গাড়িটির মোট ৫,০০১ ইউনিট বেচেছে সংস্থা। এর বর্তমান বাজার মূল্য ৭.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।