Maruti Suzuki: মারুতিই বাজারের শেষ কথা! বেস্ট সেলিং 10টি গাড়ির মধ্যে অর্ধেকই সংস্থার

ভারতে এসইউভি-র বাজার মাথা চাড়া দিলেও দেশের বেস্ট সেলিং মডেল কিন্তু আজও একটি হ্যাচব্যাক গাড়িই। আবার প্রতি মাসেই দেশের সর্বাধিক বিক্রিত প্রথম ১০টি গাড়ির মধ্যে…

ভারতে এসইউভি-র বাজার মাথা চাড়া দিলেও দেশের বেস্ট সেলিং মডেল কিন্তু আজও একটি হ্যাচব্যাক গাড়িই। আবার প্রতি মাসেই দেশের সর্বাধিক বিক্রিত প্রথম ১০টি গাড়ির মধ্যে উক্ত সেগমেন্টের একাধিক মডেলকে মাথা গোজাতে দেখা যায়। চলুন এই প্রতিবেদনে ফেব্রুয়ারি, ২০২৪ এ সর্বাধিক বিক্রিত প্রথম দশটি হ্যাচব্যাক গাড়ি কোনগুলি দেখে নেওয়া যাক।

তালিকায় সবচেয়ে বেশি Maruti Suzuki-র গাড়ি

সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কারণে তালিকার শীর্ষস্থান অর্জন করেছে Maruti Suzuki WagonR। গত মাসে এটি মোট ১৯,৪১২ জন ক্রেতার হদিশ পেয়েছে। যেখানে এক বছর আগে ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১৬,৮৮৯ ইউনিট। ফলে এবারে বিক্রিতে অগ্রগতির পরিমাণ ১৫%। দ্বিতীয় স্থানে উঠে এসেছে মারুতির আরও একটি জনপ্রিয় গাড়ির নাম। সেটি হচ্ছে Baleno। পরিসংখ্যান বলছে আগের মাসে এটি মোট ১৭,৫১৭ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে।

তালিকার তৃতীয় স্থানে বিরাজমান Maruti Suzuki Swift। প্রিমিয়াম সেগমেন্টের এই হ্যাচব্যাক মডেলটি আগের মাসে বাড়ি নিয়ে এসেছেন মোট ১৩,১৬৫ জন ভারতীয়। যদিও বারো মাসের (১৮,৪১২) ব্যবধানে বেচাকেনায় পতন ঘটেছে ২৮%। চতুর্থ স্থানের দখলদার একসময় দেশের বেস্ট সেলিং গাড়ি Maruti Alto K10। এই গাড়ি গত মাসে মোট ১১,৭২৩ ইউনিট বিক্রি হয়েছে।

পাঁচ নম্বরে উঠে এসেছে দেশের অন্যতম সুরক্ষিত হ্যাচব্যাক গাড়ি Tata Tiago। আগের মাসে মোট ৬,৯৪৭ জন গ্রাহকের নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে এটি। Hyundai i20 দখল করেছে ষষ্ঠ স্থান। গত মাসে এটির বিক্রিবাটার পরিমাণ গিয়েছে ৫,১৩১ ইউনিট।

সাত নম্বরে Hyundai-এর অন্যতম জনপ্রিয় Grand i10 Nios স্থান পেয়েছে। এটি বাড়ি নিয়ে এসেছেন মোট ৪,৫৮১ জন গ্রাহক। অষ্টম স্থানে উঠে এসেছে Toyota Glanza-র নাম। ফেব্রুয়ারি মাসে টয়োটা মোট ৪,৫৮১ জন ক্রেতার হাতে এই গাড়ির চাবি তুলে দিয়েছে। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Tata Altroz ও Maruti Suzuki Celerio। এই মডেলদ্বয়ের বেচাকেনার পরিমাণ গিয়েছে যথাক্রমে ৪,৫৬৮ ইউনিট ও ৩,৫৮৬ ইউনিট।