বিক্রি 29 শতাংশ কমলেও প্রথম স্থানে Activa, Honda-র দাপটে অন্য সব স্কুটার লিলিপুট

প্রতিবারের মতো এ মাসেও ভারতে সর্বাধিক বিক্রিত স্কুটারের পরিসংখ্যান সামনে এল। জুন মাসে সর্বাধিক বিক্রি হওয়া প্রথম দশটি...
SUMAN 20 July 2023 4:26 PM IST

প্রতিবারের মতো এ মাসেও ভারতে সর্বাধিক বিক্রিত স্কুটারের পরিসংখ্যান সামনে এল। জুন মাসে সর্বাধিক বিক্রি হওয়া প্রথম দশটি স্কুটারের তালিকা তুলে ধরা হয়েছে সেখানে। বরাবরের মতো জুনেও সর্বাধিক বিক্রি হওয়া স্কুটারের তালিকার শীর্ষস্থান দখল করেছে Honda Activa। গত মাসে এটি বিক্রি হয়েছে মোট ১,৩০,৮৩০ ইউনিট। তবে তাজ্জব করা বিষয় হলো আগের বছর জুনের (১,৮৪,৩০৫ ইউনিট) তুলনায় বেচাকেনায় সর্বোচ্চ ২৯.০১ শতাংশ পতন ঘটলেও প্রথম স্থান ধরে রেখেছে এটি।

জুনে দেশের টপ সেলিং 10 স্কুটার

তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে TVS Jupiter-এর নাম। গত মাসে এটি মোট ৬৪,২৫২ গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। তৃতীয় স্থানের দখলদার Suzuki Access। এ বছর জুনে সুজুকির এই স্কুটারটির মোট ৩৯,৫০৩ জন ইউনিট বেচেছে সুজুকা। আগের বছর ওই সময়ে ৩৪,১৩১ ইউনিট বিক্রি হওয়ায় এবারে ১৫.৭৪ শতাংশ অগ্রগতি দেখা গেছে।

তালিকার চার নম্বর স্থান দখল করেছে TVS Ntorq। তরুণ প্রজন্মের কাছে অতি জনপ্রিয় মডেলটি গত মাসে ২৮,০৭৭ নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। পঞ্চম স্থানে জায়গা পেয়েছে বৈদ্যুতিক স্কুটার Ola S1 সিরিজ। এর বেচাকেনার সংখ্যা ছিল ১৭,৫৭৯ ইউনিট। ২০২২-এর জুনে বেচাকেনার পরিমাণ ৫,৮৯৮ থাকায় এবারের বিক্রিতে ১৯৮.০৫ শতাংশ উত্থান দেখা গেছে। তালিকার ষষ্ঠ স্থান আদায় করেছে TVS iQube। টিভিএস-এর একমাত্র ইলেকট্রিক স্কুটারটি গত মাসে ১৪,৪৬২ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ৪,৬৬৭। এবারের বিক্রিতে ২০৯.৮৮ শতাংশ আধিক্য ঘটেছে।

সাত নম্বরে স্থান পেয়েছে Yamaha RayZR। গেত মাসে স্কুটারটি মোট ১৩,৪৪১ নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। Suzuki Burgman আবার ১২,১৮১ ইউনিট বেচাকেনার মাধ্যমে তালিকার অষ্টম স্থান দখল করেছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে ইলেকট্রিক স্কুটার Ather 450X ও Yamaha Fascino। এগুলি জুম মাসে বিক্রি হয়েছে যথাক্রমে ১০,২০২ ইউনিট ও ৯,৫৭২ ইউনিট।

Show Full Article
Next Story