সবচেয়ে জনপ্রিয় স্কুটারের তালিকায় ঢুকে গেল ইলেকট্রিক মডেলের নাম, Activa আবারও টপে

এপ্রিল মাস শুরু হতেই মার্চে ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত স্কুটারের তালিকা প্রকাশ্যে এলো। যেখানে পেট্রল মডেলের সাথে...
SUMAN 8 April 2023 2:42 PM IST

এপ্রিল মাস শুরু হতেই মার্চে ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত স্কুটারের তালিকা প্রকাশ্যে এলো। যেখানে পেট্রল মডেলের সাথে ইলেকট্রিক স্কুটারও জায়গা দখল করেছে। পরিসংখ্যান বলছে বরাবরের মতো গত মাসেও দেশের বেস্ট সেলিং স্কুটারের তকমা জিতে নিয়েছে Honda Activa। এই সিরিজে Activa 6G ও Activa 125 মিলিয়ে মোট ১,৭৪,৫০৩ ইউনিট বিক্রি হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে TVS Jupiter-এর নাম। স্কুটারটি আগের মাসে মোট ৫৩,৮৯১ নতুন গ্রাহকের ঠিকানায় পাড়ি দিয়েছে। তিন নম্বরে জায়গা দখল করেছে Suzuki Access। এটি মোট ৪০,১৯৪ ইউনিট বিক্রি হয়েছে। তালিকার চতুর্থ স্থানে জায়গা পেয়েছে Ola S1 সিরিজের ইলেকট্রিক স্কুটার। এদের বেচাকেনার সংখ্যাটি ছিল ২৭,০০০।

পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে TVS Ntorq। এটি গত মাসে মোট ১৭,১২৪ ইউনিট বিক্রিবাটা হয়েছে। ১৫,৫২২ ইউনিট বিক্রি হওয়ার কারণে টিভিএস-এরই ইলেকট্রিক স্কুটার iQube তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে। সপ্তম স্থানের দখলদার Honda Dio। স্কুটারটি আগের মাসে মোট ১৪,৪৮৯ ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে।

তালিকার আট নম্বরে স্থান পেয়েছে বর্তমানে ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা এথার এনার্জি-র 450X ই-স্কুটারটি। ২০২৩-এর মার্চে স্কুটারটির ১২,১৪৭ ইউনিট বিক্রি হয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Hero Destini 125 ও Hero Xoom। আগের মাসে এদের বেচাকেনার পরিমাণ ছিল যথাক্রমে ৮,২৩২ ও ৭,২১৪ ইউনিট।

Show Full Article
Next Story