মারুতিকে হারিয়ে জাত চেনাল Tata, SUV বিক্রির নিরিখে ভারতসেরা Nexon ও Punch

ডিসেম্বর শুরু হতেই নভেম্বরে ভারতের বাজারে বিক্রিত যানবাহনের পরিসংখ্যান সামনে আসতে শুরু করেছে। এবারে যেমন এসইউভি (SUV)...
SUMAN 9 Dec 2023 4:42 PM IST

ডিসেম্বর শুরু হতেই নভেম্বরে ভারতের বাজারে বিক্রিত যানবাহনের পরিসংখ্যান সামনে আসতে শুরু করেছে। এবারে যেমন এসইউভি (SUV) মার্কেটের হালহকিকত প্রকাশ্যে এসেছে। ফেসলিফ্ট ভার্সন লঞ্চের পর এই নিয়ে টানা দু'মাস শীর্ষে Tata Nexon। আগের মাসে গাড়িটির ১৪,৯১৬ ইউনিট বেচেছে টাটা। দ্বিতীয় স্থানে অন্যান্য সময়ে মারুতির এসইউভি থাকলেও সেটা এখন টাটারই দখলে। চলুন দেখে নেওয়া যাক নভেম্বরে বিক্রির নিরিখে কোন দশটি এসইউভি বাজার কাঁপাচ্ছে।

2023-এর নভেম্বরে টপ টেন বেস্ট সেলিং SUV

২০২২-এর নভেম্বরের (১২,১৩১ ইউনিট) তুলনায় নিজের বিক্রি ১৯% বাড়িয়ে গত মাসে ১৪,৩৮৩ ইউনিট বিক্রি হয়েছে মাইক্রো এসইউভি Tata Punch। লিস্টে তৃতীয় স্থানে নেমে এসেছে Maruti Suzuki Brezza। আগের মাসে গাড়িটির ১৩,৩৯৩টি মডেল বেচেছে মারুতি। যদিও ২০২২ সালের নভেম্বরের তুলনায় এবারের বেচাকেনায় ১৮% অগ্রগতি দেখা গেছে।

১২,১৮৫ ইউনিট বিক্রি হওয়ার ফলে তালিকার চতুর্থ স্থানে বিরাজমান Mahindra Scorpio। গত বছর নভেম্বরে এটি বিক্রি হয়েছিল মাত্র ৬,৪৫৫ ইউনিট, ফলে এবারের বেচাকেনাতে ৮৯% উত্থান দেখা গেছে। পাঁচ নম্বরে জায়গা পেয়েছে Hyundai Creta। মোট ১১,৮১৪ ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিতে পেরেছে হুন্ডাই। তালিকার পরবর্তী স্থান দখল করেছে Kia Seltos। এটি মোট ১১,৬৮৪ নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে।

Hyundai Venue-এর স্থান তালিকার সাত নম্বরে। গত মাসে ১১,১৮০টি এই এসইউভি বাজারে বিক্রি হয়েছে। অষ্টম স্থানের দখলদার Maruti Suzuki Fronx। গাড়িটি আগের মাসে বিক্রি হয়েছে ৯,৮৬৭ ইউনিট। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Mahindra Bolero ও Hyundai Exter। এগুলি বিক্রি হয়েছে যথাক্রমে ৯,৩৩৩ ইউনিট ও ৮,৩২৫ ইউনিট।

Show Full Article
Next Story