সাদামাটা দেখতে, ফিচারও সেকেলে, তাও মে'তে কত পিস Hero Splendor বিক্রি হয়েছে জানলে চোখ কপালে উঠবে

ইদানিং টু-হুইলারের চাহিদা সত্যিই চোখে পড়ার মতোই। নতুন নতুন মডেল লঞ্চ তাতে আরও ইন্ধন জুগিয়েছে। মে'তে সম্মিলিতভাবে ভারতে...
SUMAN 21 Jun 2023 8:17 PM IST

ইদানিং টু-হুইলারের চাহিদা সত্যিই চোখে পড়ার মতোই। নতুন নতুন মডেল লঞ্চ তাতে আরও ইন্ধন জুগিয়েছে। মে'তে সম্মিলিতভাবে ভারতে ১১,১০,৫৯৩ ইউনিট মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ এক বছর আগে একই সময় যার পরিমাণ ছিল ৯,০২,৮৪২ ইউনিট। ফলে ২০২২ এর মে'র তুলনায় গত মাসে দু'চাকা গাড়ি বিক্রিতে ১০% উত্থানের সাক্ষী থেকেছে।

Hero Splendor তালিকার প্রথম স্থান দখল করেছে

বরাবরের মতো গত মাসেও Hero Splendor-কে সর্বাধিক বিক্রিত টু-হুইলারের তালিকার শীর্ষস্থান দখল করতে দেখা গেছে। এটির বিক্রিবাটা হয়েছিল ৩,৪২,৫২৬ ইউনিট। যেখানে ২০২২-এর মে’তে বেচাকেনার পরিমাণ ছিল ২,০৩,৩৬৫ ইউনিট। ফলে এবারে বিক্রিতে ৩০.৬% বৃদ্ধি ঘটতে দেখা গেছে। তালিকার দ্বিতীয় স্থানে বর্তমানে দেশের বেস্ট সেলিং স্কুটার Honda Activa। মে’তে এটি বিক্রি হয়েছে ২,০৩,৩৬৫ ইউনিট।

Bajaj Pulsar রেঞ্জের বাইকগুলি নিজেদের বিক্রি বাড়িয়ে তালিকার তৃতীয় স্থান দখল করে নিয়েছে। গত মাসে এদের বিক্রিবাটা হয়েছে ১,২৮,৪০৩ ইউনিট। চতুর্থ স্থানে উঠে এসেছে HF Deluxe-এর নাম। মে মাসে বাইকটি ১,০৯,১০০ নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। তবে এক বছর আগে বেচাকেনার পরিমাণ ১,২৭,৩৩০ ইউনিট থাকায় গত মাসে বিক্রিতে ১৪.৩ শতাংশ পতন ঘটতে দেখা গেছে।

তালিকার পঞ্চম স্থান দখল করেছে Honda Shine। আগের মাসে বাইকটি মোট ১,০৩,৬৯৯ ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। ৫৭,৬০৯ ইউনিট বেচাকেনার মাধ্যমে তালিকার ছয় নম্বর স্থান দখল করেছে TVS Jupiter। পরবর্তী স্থানে উঠে এসেছে Suzuki Access-এর নাম। আগের মাসে স্কুটারটি ৪৫,৯৪৫ ইউনিট বিক্রি হয়েছে।

আট নম্বর স্থানটি ছিনিয়ে নিয়েছে Bajaj Platina। আগের মাসে বাইকটির ৪২,১৫৪টি মডেল বেচাকেনা হয়েছে। যেখানে এক বছর আগে এটি বিক্রি হয়েছিল ১৭,৩৩৬ ইউনিট। ফলে এবারে প্ল্যাটিনা নিজের ১৪৩.১% বিক্রি বৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছে। তালিকার নবম ও দশম স্থান দখল করেছে যথাক্রমে TVS Apache ও TVS XL 100। আগের মাসে এদের বেচাকেনার পরিমাণ ছিল যথাক্রমে ৪১,৯৫৫ ইউনিট ও ৩৫,৮৩৭ ইউনিট।

Show Full Article
Next Story