Top 10 Two Wheelers: মানুষের মন জিতে সুপারহিট এই 5 বাইক, লিস্টে 4 স্কুটিরও নাম

প্রতি মাসে ভারতের সর্বাধিক বিক্রিত প্রথম দশটি টু হুইলারের তালিকায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না। মে মাসের...
SUMAN 21 Jun 2024 1:10 PM IST

প্রতি মাসে ভারতের সর্বাধিক বিক্রিত প্রথম দশটি টু হুইলারের তালিকায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না। মে মাসের ক্ষেত্রেও সেই প্রথা বজায় থাকল। বরাবরের মতো ভারতের স্কুটার ও মোটরসাইকেলের দুনিয়ায় Hero Splendor-কে নেতৃত্ব দিতে দেখা গেল। তালিকার দ্বিতীয় স্থানে উঠে সেই Honda Activa। থার্ড বয় Honda Shine। তবে প্রথম তিনে কোনও চমক না থাকলেও বাকি সাত পজিশনে রয়েছে টুইস্ট।

মে মাসে ভারতে সর্বাধিক বিক্রিত দশটি টু-হুইলার

পরিসংখ্যান বলছে, আগের মাসে হিরো স্প্লেন্ডার সিরিজের ৩,০৪,৬৬৩টি বাইক বিক্রি হয়েছে। যেখানে এক বছর আগে একই সময়ে সখ্যাটি ছিল ৩,৪২,৫২৬ ইউনিট। ফলে বিক্রিতে পতন ঘটেছে ১১.০৫ শতাংশ। তালিকার দ্বিতীয় তথা দেশের বেস্ট-সেলিং স্কুটার Honda Activa গত মাসে বিক্রি হয়েছে ২,১৬,৩৫২টি। তৃতীয় স্থানাধিকারী Honda Shine-এর ১,৪৯,০৫৪ ইউনিট বিক্রি হয়েছে মার্কেটে। ২০২৩-এর মে’র তুলনায় আগের মাসে বিক্রিবাটায় অগ্রগতি ঘটেছে ৪৩.৭৪%।

চার নম্বরে জায়গা দখল করেছে Bajaj Pulsar। এই সিরিজের মডেলগুলি মে’তে মোট ১,২৮,৪৮০ ইউনিট বিক্রি হয়েছে। পঞ্চম স্থানের দখলদার কমিউটার মোটরসাইকেল Hero HF Deluxe। আগের মাসে এটি ৮৭,১৪৩ জন গ্রাহকের সন্ধান পেয়েছে। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় স্কুটার TVS Jupiter। মডেলটি আগের মাসে ৭৫,৮৩৮ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে।

Suzuki Access রয়েছে তালিকার সাত নম্বর স্থানে। গত স্কুটারটির ৬৪,৮১২টি মডেল বিক্রি হয়েছে। পরবর্তী স্থান দখল করেছে TVS XL। আগের মাসে জনপ্রিয় মোপেডটি মোট ৪০,৩৯৪ জন গ্রাহকের পথ চলার সঙ্গী হয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে TVS Apache ও TVS Raider। গত মাসে বিক্রি হয়েছে যথাক্রমে ৩৭,৯০৬ ইউনিট ও ৩৭,২৪৯ ইউনিট।

Show Full Article
Next Story
Share it