Top 10 Scooter: বাইকের থেকেও বেশি বিক্রি হচ্ছে! দেশে সবচেয়ে জনপ্রিয় এই 10টি স্কুটার

প্রকাশিত হল সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগের মাসে স্কুটি বেচাকেনার পরিসংখ্যান। যে তালিকাটি আমাদের সকলের অতি পরিচিত। দেখা গেছে, অন্যান্য মাসের মত তালিকার শীর্ষস্থান জুড়ে রয়েছে…

প্রকাশিত হল সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগের মাসে স্কুটি বেচাকেনার পরিসংখ্যান। যে তালিকাটি আমাদের সকলের অতি পরিচিত। দেখা গেছে, অন্যান্য মাসের মত তালিকার শীর্ষস্থান জুড়ে রয়েছে Honda Activa। প্রথম দশে থাকা প্রতিটি মডেলের বিক্রিবাটা আগের বছর সেপ্টেম্বরের তুলনায় ৬.৫ শতাংশের অধিক বৃদ্ধি পেয়েছে। চলুন তবে তালিকাটি দেখে নেওয়া যাক।

Honda Activa

নেতৃত্ব প্রদানকারী Honda Activa আগের মাসে মোট ২,৩৫,০৫৬ ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। যা আগের বছর ওইসময়ের তুলনায় ৪.৩% অধিক।

TVS Jupiter

তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে TVS Jupiter। যদিও Honda Activa-র বেচাকেনার পরিসংখ্যানের ধারে কাছে এটি পৌঁছাতে পারেনি। আগের মাসে টিভিএস মোট ৮৩,১৩০ ক্রেতার হাতে স্কুটারটির চাবি তুলে দিতে পেরেছে। আগের বছরের তুলনায় বিক্রিতে অগ্রগতি ঘটেছে ০.৮৯%।

Suzuki Access

Suzuki Access গেত মাসে ৫৭,০৪১ ইউনিট বিক্রিবাটার মাধ্যমে তালিকার তিন নম্বর স্থান অধিকার করেছে। যা এক বছর আগে ওই সময়ের বিক্রিবাটার চাইতে ২২% বেশি।

TVS Ntorq

Jupiter-এর পর টিভিএস -এর আরেক স্কুটার Ntorq এই তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে। আগের মাসে মোট ৩২,১০৩ নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে ১২৫ সিসি স্কুটারটি। এক বছর আগে ওই সময়ের চাইতে বেচাকেনা বেড়েছে ১.৯২%।

Honda Dio

এ বছর সেপ্টেম্বরে মোট ২৩,৯৭৯ ক্রেতার হাতে Dio-র চাবি তুলে দিতে পেরেছে হোন্ডা। যেখানে গত বছর সেপ্টেম্বরে বিক্রিবাটার পরিমাণ ছিল ২৯,৯৯৪ ইউনিট। ফলে আগের বারের তুলনায় চাহিদায় ২০% পতন ঘটেছে।

TVS iQube

তালিকার প্রথম সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটার হিসেবে TVS iQube নিজের পরিচিতি গড়ে তুলেছে। ষষ্ঠ স্থান দখলকারী মডেলটি গত মাসে ২০,২৭৬ ইউনিট বিক্রি হয়েছে। ২০২২-এর সেপ্টেম্বরের তুলনায় বিক্রি বেড়েছে ৩১১%।

Ola S1

বর্তমানে দেশের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটারের তকমা জিতে নিয়েছে Ola S1। গত মাসে এই স্কুটার সিরিজের ১৮,৬৪৭টি মডেল বেচেছে ওলা। যা এক বছর আগে বেচাকেনার চাইতে প্রায় ৮৮% বেশি।

Suzuki Burgman

ম্যাক্সি স্কুটারের ন্যায় দর্শনের Suzuki Burgman গেত মাসে মোট ১৭,৫০৬ ইউনিট বিক্রি হয়েছে। যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৩৫.৯৭% বেশি।

Yamaha RayZR

বর্তমানে দেশের সবচেয়ে বেশি মাইলেজ প্রদানকারী ১২৬সিসি স্কুটার Yamaha RayZR গত মাসে মোট ১৫,৯০৪ নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। যা এক বছর আগে ওই মাসের তুলনায় ৯৫.৩১% বেশি।

Hero Destini

Hero Destini তালিকার দশম স্থান দখল করেছে। এ বছর সেপ্টেম্বরে স্কুটারটি মোট ১৫,২৭০ ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। যা এক বছর আগে ওই মাসের তুলনায় ২.১% অধিক।