দেশের সবথেকে জনপ্রিয় 10 স্কুটার, ছয় নম্বরে কার নাম জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে!

প্রতিবারের মতো জুলাইয়ে ভারতে সর্বাধিক বিক্রিত স্কুটারের পরিসংখ্যান প্রকাশ্যে এল। আগের মাসে সর্বাধিক বিক্রি হওয়া প্রথম দশটি স্কুটারের তালিকা তুলে ধরা হয়েছে সেখানে। বরাবরের মতো…

প্রতিবারের মতো জুলাইয়ে ভারতে সর্বাধিক বিক্রিত স্কুটারের পরিসংখ্যান প্রকাশ্যে এল। আগের মাসে সর্বাধিক বিক্রি হওয়া প্রথম দশটি স্কুটারের তালিকা তুলে ধরা হয়েছে সেখানে। বরাবরের মতো এবারেও তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে Honda Activa। ২০২৩ সালের জুলাই মাসে বিক্রি হয়েছে মোট ১,৩৫,৩২৭ ইউনিট। তবে তাজ্জব করা বিষয় হল আগের বছর ওই সময়ের (২,১৩,৮০৭ ইউনিট) থেকে বিক্রিতে ৩৬.৭১% পতন ঘটেছে।

তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে TVS Jupiter-এর নাম। গত মাসে এটি মোট ৬৬,৪৩৯ গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। তৃতীয় স্থানের দখলদার Suzuki Access। এ বছর জুলাইয়ে সুজুকি এই স্কুটারটি মোট ৫১,৬৭৮ ইউনিট বিক্রি করেছে। আগের বছর ওই সময়ে ৪১,৪৪০ ইউনিট বিক্রি হওয়ায় এবারে ২৪.৭১% অগ্রগতি দেখা গেছে।

তালিকার চার নম্বর স্থান দখল করেছে TVS Ntorq। তরুণ প্রজন্মের প্রিয় মডেলটি গত মাসে মোট ২৫,৮৩৯ নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে Honda Dio। জুলাইয়ে স্কুটারটির মোট ২০,৪১৪ ইউনিট বিক্রি করতে পেরেছে হোন্ডা। তবে আগের বছর একই সময়ের তুলনায় বিক্রি ৪৩.৬৫% সঙ্কুচিত হয়েছে।

সবচেয়ে উল্লেখ্যযোগ্য বিষয় হল, প্রথম বৈদ্যুতিক স্কুটার হিসাবে Ola S1 সিরিজ এই তালিকার ষষ্ঠ স্থানে বিরাজমান। জুলাইতে ১৯,২৬৩ ইউনিট বিকি হয়েছে। যেখানে ২০২২-এর জুলাইয়ে মাত্র ৩,৮৬৫টি বিক্রি হয়েছিল। ১৭,৫০০ ইউনিট বেচাকেনার মাধ্যমে তালিকার সপ্তম স্থান দখল করেছে Suzuki Burgman।

অষ্টম স্থানে স্টাইলিশ স্কুটি Yamaha RayZR। জুলাই মাসে স্কুটারটির হাত ধরে ইয়ামাহা পরিবারে মোট ১৫,৮২৮ নতুন ক্রেতা যুক্ত হয়েছে। নবম স্থানে উঠে এসেছে TVS iQube ইলেকট্রিক স্কুটারের নাম। টিভিএস-এর একমাত্র ইলেকট্রিক স্কুটারটি গত মাসে ১৩,০৩৬ ইউনিট বিক্রি হয়েছে। দশ নম্বরে জায়গা পেয়েছে Yamaha Fascino। এটি গত মাসে ১১,৭১০ ইউনিট বিক্রি হয়েছে।