স্কুটারের বিক্রিতে জোয়ার, প্রতিপক্ষদের নাস্তানাবুদ করে শীর্ষস্থানে Honda Activa, বাকিরা কে কোথায় দেখে নিন
২০২২-এর জুনে ভারতে স্কুটারের বিক্রি হাসি ফোটালো নির্মাতা সংস্থাগুলির মুখে। প্রকাশিত পরিসংখ্যানে প্রায় প্রতিটি মডেলেরই...২০২২-এর জুনে ভারতে স্কুটারের বিক্রি হাসি ফোটালো নির্মাতা সংস্থাগুলির মুখে। প্রকাশিত পরিসংখ্যানে প্রায় প্রতিটি মডেলেরই গত বছরের জুন মাসের তুলনায় বিক্রি বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল হওয়ায় গ্রাহকদের হাতে অর্থের জোগান বেড়েছে। আর তাতেই বিক্রিতে এই আধিক্য বলে মনে করা হচ্ছে। গত মাসে স্কুটারের বিক্রিতে এসেছে জোয়ার। বরাবরের মতো জুনেও দেশের সর্বাধিক বিক্রিত স্কুটারের তকমা ধরে রাখল Honda Activa সিরিজ। বিক্রির নিরিখে প্রতিপক্ষ মডেলগুলিকে ধারে কাছে ঘেষতে দেয়নি স্কুটারটি। গত মাসে মোট ১,৮৪,৩০৫ ইউনিট Activa বিক্রি করেছে হোন্ডা। তুলনাস্বরূপ আগের বছর ওই সময় ৯৪,৭২৪ ইউনিট বেচাকেনা হয়েছিল।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা TVS Jupiter জুনে মোট ৬২,৮৫ নতুন গ্রাহকের মুখ দেখেছে। ২০২১-এর জুনে এর বিক্রিবাটা হয়েছিল ৩১,৮৪৮ ইউনিট। ৩৪,১৩১টি বিক্রির জন্য তালিকার তৃতীয় স্থানটি দখল করেছে Suzuki Access। গত বছর ওই সময় স্কুটারটি ৩১,৩৯৯ ক্রেতার খোঁজ পেয়েছিল। চতুর্থ স্থানে Honda Dio। গত মাসে স্কুটারটি মোট ২৬,৪৫০ গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। গত বছরের জুনে ১৮,৯৮৩টি এই মডেল বিক্রি হয়েছিল।
তালিকার পঞ্চম স্থানের দখলদার TVS Ntorq। এ বছর জুনে মোট ২২,৭৪১ গ্রাহকের হাতে স্কুটারটি তুলে দিয়েছে টিভিএস। তুলনাস্বরূপ গত বছর উক্ত সময়ে এর বিক্রির পরিমাণ ছিল ১৫,৫৪৪। ষষ্ঠ স্থানে রয়েছে Hero Pleasure Plus। গত মাসে মোট ১১,৩২১টি বেচাকেনা হয়েছে। ২০২১-এর জুনে সেটা ছিল ১৭,৯৩৭। তালিকার এই একটি মাত্র মডেলের বিক্রিতে পতন লক্ষ্য করা গিয়েছে।
সাত নম্বরে জায়গা করে নিয়েছে Suzuki Avenis। জুনে মোট ৯,২৮৪ ইউনিট শোরুম থেকে বেরিয়েছে। এরপর রয়েছে Suzuki Burgman Street। গত বছরের জুনে এর ৭,৯৩৫টি মডেল বিক্রি হলেও, গত মাসে মোট ৮,৭৯৩টি Burgman Street বেচতে পেরেছে সুজুকি। তালিকার নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Yamaha RayZR ও Yamaha Fascino। গত মাসে এদের বেচাকেনার সংখ্যা ছিল ৮,০৯১ ও ৭,৯১৫। তুলনাস্বরূপ গত বছর জুনে স্কুটার দুটির মাত্র ২,২২৯ ও ২,০৬৫ ইউনিট বিক্রি হয়েছিল।