Best Mileage Bikes: মাস গেলে প্রচুর টাকা বাঁচবে, 65 কিমির উপর মাইলেজ পাবেন এই বাইকে
বর্তমানে জ্বালানির যা দাম তাতে ভাল মাইলেজের বাইক নির্বাচন না করলে কপালে দুর্ভোগ অপেক্ষা করছে। স্বস্তির বিষয় হল, ভারতে...বর্তমানে জ্বালানির যা দাম তাতে ভাল মাইলেজের বাইক নির্বাচন না করলে কপালে দুর্ভোগ অপেক্ষা করছে। স্বস্তির বিষয় হল, ভারতে এমন প্রচুর মোটরসাইকেল রয়েছে, যেগুলির জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা সর্বোত্তম। সাধ্যের মধ্যে দাম ও বেশি মাইলেজের কারণে প্রতি মাসে বিপুল পরিমাণে মানুষ বেছে নেন এই টু-হুইলারগুলি। চলুন এক লাখ বাজেটের মধ্যে এমনই সেরা তিন বাইক সম্পর্কে জেনে নিই।
এক লাখ বাজেটে সেরা মাইলেজের তিন বাইক
হিরো স্প্লেন্ডার প্লাস
প্রায় তিন দশক আগে বাজারে পা রাখলেও আজও সমান জনপ্রিয় স্প্লেন্ডার। প্রতি মাসে ভারতের সর্বাধিক জনপ্রিয় মোটরসাইকেলের খেতাব নিজের দখলে রাখে স্প্লেন্ডার সিরিজ। এই লাইনআপের সবচেয়ে সস্তা মডেল হিরো স্প্লেন্ডার প্লাসে ৯৭.২ সিসির ইঞ্জিন রয়েছে। অনেকেই লিটারে প্রায় ৭০ কিমি মাইলেজ পাচ্ছেন। কলকাতায় দাম ৭৭,৪০০ টাকা থেকে শুরু (এক্স-শোরুম)।
বাজাজ প্ল্যাটিনা ১০০
হাই-মাইলেজের মোটরসাইকেলের জগতে আরও একটি বড় নাম প্ল্যাটিনা। ১০০ সিসির প্ল্যাটিনায় তেল ভরলে যেন ফুরোতেই চায় না। বাইকটির ১০২ সিসির ইঞ্জিন প্রতি লিটারে প্রায় ৭০ কিমি মাইলেজ দিতে সক্ষম। কলকাতায় মোটরসাইকেলটির দাম ৬১,৬৫০ টাকা (এক্স-শোরুম)।
হোন্ডা সাইন ১২৫
ভারতে ১২৫ সিসির যতগুলি মোটরসাইকেল বিক্রি হয় তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় হোন্ডা সাইন। মাখনের মতো স্মুথ ও ভরসাযোগ্য ইঞ্জিন বাইকটির অন্যতম ইউএসপি। সাইনের ১২৩.৯০ সিসি ইঞ্জিন সর্বাধিক ১০.৫৯ বিএইচপি ক্ষমতা এবং ১১ এনএম টর্ক উৎপন্ন করে। প্রতি লিটারে মাইলেজ দেয় ৬৫ কিলোমিটার। কলকাতায় এখন দাম ৮০,২৫০ টাকা (এক্স-শোরুম)।